Pan Card: ইন্যাক্টিভ প্যান দিয়ে ফাইল করা যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন, কী বলছে আয়কর বিভাগ ?
প্যান-আধার লিঙ্কের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর থেকেই উঠছে এই প্রশ্ন। ৩০ জুন ছিল এই দুই কার্ড লিঙ্ক করার শেষ দিন। এখনও যারা এই কাজ করতে পারেননি, তারা আরা প্যান কার্ড ইতিমধ্য়েই ইন্যাক্টিভ হয়ে গেছে। তাহলে কি তাঁরা আর ITR ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়কর বিভাগ মঙ্গলবার প্যান (Permanent Account Number) হোল্ডারদের এই উদ্বেগের বিষয়টি নিয়ে মুখ খুলেছে। যাদের প্যানগুলি আধারের সঙ্গে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে এখানে তাদের বিষয়ে বলা হয়েছে। এছাড়াও নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স (NRI)ও ভারতের বিদেশি নাগরিকদের (OCI) তাদের প্যান কার্ডের নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছে। ইনকাম ট্যাক্স বিভাগ নিষ্ক্রিয় প্যান কার্ড ও আয়কর রিটার্ন (ITR) ফাইল করার উপর এর প্রভাব সম্পর্কেও স্পষ্ট করেছে।
আয়কর বিভাগের ট্যুইটে বলা হয়েছে, “কিছু এনআরআই/ওসিআইরা প্যানগুলি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওরা জানেন না যে, ওদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও কিছু প্যান হোল্ডার যাদের প্যানগুলি আধারের সাথে প্যান লিঙ্ক না করার কারণে অকার্যকর হয়ে গেছে, তারাও প্যান নিষ্ক্রিয় হওয়ার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আধারের সাথে PAN লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৩৷ আপনি যদি এই তারিখের মধ্যে আপনার PAN কে আধারের সাথে লিঙ্ক না করে থাকেন তবে আপনার PAN ১ জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে৷ এর মানে হল যে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার PAN ব্যবহার করতে পারবেন না৷ আর্থিক লেনদেনে আপনার সমস্যা হবে।
আইটি বিভাগ জানিয়েছে, একটি নিষ্ক্রিয় প্যান কার্ড আসলে একটি নিষ্ক্রিয় প্যান নয়। PAN নিষ্ক্রিয় হলেও যেকেউ আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। তবে সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় PAN-এর ক্ষেত্রে যা যা নিয়ম তা প্রযোজ্য হবে।
প্যান ইন্যাক্টিভ হলে কী সমস্যা ? এই ক্ষেত্রে প্যান নিষ্ক্রিয় থাকলে রিফান্ডের ওপর কোনও সুদ পাওয়া যাবে না।
ধারা 206AA অনুযায়ী নিষ্ক্রিয় প্যানের জন্য উচ্চ হারে TDS কাটতে হবে। ধারা 206CC অনুযায়ী নিষ্ক্রিয় প্যানগুলির জন্য উচ্চ হারে TCS সংগ্রহ করতে হবে।
আধারের সাথে PAN লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৩৷ আপনি যদি এই তারিখের মধ্যে আপনার PAN কে আধারের সাথে লিঙ্ক না করে থাকেন তবে আপনার PAN ১ জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে৷
তাহলে চিন্তা ভুলে তাড়াতাড়ি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন। কারণ ইন্যাক্টিভ প্যানের বিষয়ে খোদ অভয় দিচ্ছে আয়কর বিভাগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -