Jeep Compass review: আমেরিকান মাসল কার বলে এই গাড়িকে, যেকোনও রাস্তায় সুরক্ষিত যাত্রী
জিপ কম্পাসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এটি আকারে বিশাল বড় নয়। আসল বিষয়টি হল, এটি একটি পূর্ণ আকারের SUV-র থেকে অনেকটাই কমপ্যাক্ট। যার অর্থ আমি এটিকে সরু রাস্তা ও ভিড় ট্র্যাফিকের মধ্যে থেকে নিয়ে যেতে পারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়িতে আপনি ডিজেল সাউন্ড ফিল্টারিং শুনতে পাবেন। সবথেকে বড় বিষয় শহরের ভিড়ে এর ডিজেল ভার্সন 10-11 kmpl মাইলেজ দিয়েছে।যা 'বাম্পার টু বাম্পার' ট্রাফিকে বেশ ভাল।
কম্পাসে রয়েছে প্রিমিয়াম অডিও সিস্টেম। যার সঙ্গে পাবেন সুন্দর ইন্টিরিয়র।আমাদের কাছে যে গাড়িটি ছিল সেটি ছিল টপ-এন্ড 'S'মডেল। যার দাম 30 লক্ষ টাকা।
কেবিনে পাবেন মাল্টি লেয়ারড ড্যাশবোর্ড, সফট টাচ ম্যাটেরিয়ালস, লেদার ইনসার্ট ও ক্রোম। এই সেগমেন্টে বলা যেতেই পারে সেরা কেবিনগুলির মধ্যে একটি৷ গাড়ির দরজাগুলি বন্ধ করার সময় আপনার সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করবে কম্পাস।
কম্পাসের অফ-রোড ক্ষমতা দারুণ। যা একে বরফ/কাদা/বালির মতো রাস্তায় মানিয়ে নিতে সাহায্য করে। এই মডেলটি বেশি অফ-রোড ফোকাসড ট্রেলহক না হওয়া সত্ত্বেও, কম্পাস এখনও আপনাকে এর অফ-রোড ক্ষমতা দিয়ে মুগ্ধ করবে। এখানে কাজে আসে এর কমপ্যাক্ট ডিজাইন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -