Jeep Meridian SUV: ভারতে লঞ্চ শীঘ্রই, কেমন দেখতে জিপ মেরিডিয়ান
Jeep Meridian SUV: জিপ ভারতের জন্য তার নতুন এসইউভির আবরণ খুলতে চলেছে। মেরিডিয়ান (Jeep Meridian SUV) নাম দিয়ে ভারতে বিক্রি হবে এই গাড়ি। আসলে মেরিডিয়ান হল একটি 'থ্রি-রো' 7-সিটার SUV। ভারতে এই গাড়ি মে বা জুনে লঞ্চ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকম্পাসের মতো দেখতে হলেও মেরিডিয়ান একদমই কম্পাস নয়। অনেকেই বলছেন, গাড়িটি কেবল 7টি আসনের জন্য বাড়িয়ে দিয়েছে কোম্পানি। আসলে পুরোনো কম্পাসের প্রসারিত রূপ মেরিডিয়ান।
যদিও কোম্পানির দাবি, কম্পাসের প্ল্যাটফর্মে তৈরি হলেও এর ডিজাইন অনেকটাই আলাদা। স্টাইলিং অনুসারে মেরিডিয়ান 7-স্লট জিপ গ্রিল ও চওড়া হেডল্যাম্প পেয়েছে। যা একে কম্পাসের থেকে অনেকটাই প্রিমিয়াম দেখায়।
মেরিডিয়ানের হুইলবেসও বেশি। ফলে 7-সিটার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সহজেই লড়াইয়ে নামতে পারবে এই গাড়ি। ক্রোম বারের সঙ্গে টেল-ল্যাম্পগুলির স্টাইলিং দেখলেই একে প্রিমিয়াম গাড়ি মনে হবে।
মেরিডিয়ানের অন্দরসজ্জার ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। এই গাড়ি কম্পাসের মতো হলেও এর উপকরণগুলি আরও সমৃদ্ধ। ফলে দেখতে আরও প্রিমিয়াম। এতে ব্যবহার করা হয়েছে কুইল্ট করা চামড়ার সামগ্রী। কেবিনে নরম অনুভূতির জন্য ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে চামড়ার উপকরণ। এতে পাবেন ভেন্টিলেটেড সিট, যা এই গাড়িকে আরও বিলাসবহুল করে তোলে।
imমেরিডিয়ানে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি 10.1 ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। গাড়িতে সিট ভেন্টিলেশন, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ ও কানেক্টেড কার টেকনোলজি, ড্রাইভ মোড, ওয়্যারলেস চার্জিং ও আরও অনেক কিছু দিয়েছে কোম্পানি।
মেরিডিয়ানে প্রথমে একটি বেঞ্চ স্টাইলের 7 সিটার লেআউট পাওয়া যাবে। পরে এতে একটি 6 সিটার সংস্করণ আসবে।
জিপ মেরিডিয়ানে আপাতত কেবল একটি ডিজেল ইঞ্জিন পাওয়া যাবে। 2.0l ডিজেল ইঞ্জিনে একটি 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স পাওয়া যাবে।
এর অন্যান্য 7-সিটার 4x4 প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে, Fortuner, Gloster প্লাসের মতো গাড়ি। এমনকী Skoda-র Kodiaq-কেও টক্কর দেবে এই কার।
এছাড়াও একটি 6-স্পিড ম্যানুয়াল সংস্করণ থাকবে যা 4x2 হুইল ড্রাইভ দেবে। শোনা যাচ্ছে, একটি 4x4 অটোমেটিকও আনতে পারে কোম্পানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -