Rabir Kapoor: অভিনয়, চাইনিজ খাবার আর হুইস্কির কাছে ফিরতে চেয়েছিলেন বাবা, ঋষি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রণবীর
ক্যানসার ধরা পড়লেও ফেরা নিয়ে আশাবাদী ছিলেন ঋষি কপূর। বরং ফিরে আসার পর কাজ পাবেন কি না, তা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন, জানালেন রণবীর কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঋষি কপূর নেই। তাঁর অবর্তমানে ‘শর্মাজি নমকিন’ ছবির প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রণবীর। আর তা করতে গিয়েই বাবার সম্পর্কে বার বার আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি।
ছবির শ্যুটিং সম্পূর্ণ করে যেতে পারেননি ঋষি। তাই বাকি অংশের কাজ পরেশ রাওয়ালকে দিয়ে করিয়েছেন পরিচালক। কিন্তি শুরুতে রণবীরকে দিয়েই ছবির কাজ সম্পূর্ণ করতে চেয়েছিলেন পরিচালক।
রণবীর জানিয়েছেন, ঋষির মৃত্যুর পর স্পেশ্যাল এফেক্টস থেকে প্রস্থেটিক, সব কিছু নিয়ে পরিচালক-প্রযোজকের সঙ্গে আলোচনা হয় তাঁর। বাবার জুতোয় পা গলানোর বহু চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই তা মানানসই হচ্ছিল না।
শেষ সময়ে বাবার পাশেই ছিলেন রণবীর। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলাকালীন কাজে ফেরার জন্যই উৎসুক ছিলেন ঋষি। ক্যানসার আক্রান্ত রোগী বলিউডে ফের কাজ পাবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
রণবীর জানিয়েছেন, বাঁচবেন, না মরবেন, সে নিয়ে মাথাব্যথা ছিল না ঋষির। অভিনেতা হিসেবে তাঁকে আর কেউ কাজ দেবে কিনা, সেই চিন্তাই কুরে কুরে খাচ্ছিল ঋষিকে।
মৃত্যুর আগে ঋষি ক্যানসার মুক্ত হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন ঋষি। ছবির কাজে ফেরার উৎসাহই তাঁকে সুস্থ করে তুলেছিল বলে মত রণবীরের।
রণবীর জানিয়েছেন, ক্যানসার নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন ছিলেন না ঋষি। শ্যুটিংয়ের ফ্লোরে ফিরতে চাইছিলেন যেনতেন প্রকারে। প্রাণভরে চাইনিজ আর হুইস্কির চমুকু, এই ছিল তাঁর চাওয়া।
মা নীতু কপূরের প্রসঙ্গে রণবীর জানিয়েছেন, বাবার মৃত্যুর ধাক্কা মা এখনও কাটিয়ে উঠেছেন কি না, তা জানা নেই তাঁর। দিদি ঋদ্ধিমার কথায় কাজে ফিরলেও, নীতুর মনের অবস্থা কেউ জানেন না বলে মত রণবীরের।
মায়ের প্রতিও ভালবাসা ব্যক্ত করেছেন রণবীর। তিনি জানিয়েছেন, সফল অভিনেত্রী হওয়া সত্ত্বেও সংসার, সন্তান সামলাতে কাজ ছেড়ে দিয়েছিলেন নীতু। ২১ বছর বয়সেই সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঋষির শেষ সময়েও নীতু স্তম্ভের মতো সকলকে আগলে রেখেছিলেন বলে জানিয়েছেন রণবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -