Jeep Wrangler Rubicon: ৬০ লাখের অফরোডার, কেমন দেখতে জিপ র‍্যাংলার রুবিকন

Jeep Wrangler Rubicon

1/6
টপ-এন্ড এই র‍্যাংলারের দাম ৬০ লক্ষ টাকা। মূলত, অফরোডের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই গাড়ি। রুবিকনে দেওয়া হয়েছে বিশেষ অফ-রোড টায়ার।
2/6
গাড়ি চালানোর সময় আপনার মনে হবে, আপনি রাস্তা থেকে অনেক উঁচুতে বসে আছেন।যা আপনার মনে রাজার মতো একটা অনুভূতি দেবে।
3/6
তবে সবকিছু এই গাড়িতে ভাল নয়। বাউন্সি রাইডের মান খুব একটা আরামদায়ক নয়। সঙ্গে টায়ারের আওয়াজ শোনা যায় রুবিকনে। তবে অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে রাস্তার সব বাধা সহজেই অতিক্রম করে এই গাড়ি।
4/6
একটা বিশাল গাড়ি হলেও র‍্যাংলার রাস্তায় পিছিয়ে পড়ে না। যখন খুশি গাড়িতে পিক আপ নিতে পারেন আপনি। তবে বেশিরভাগ ক্ষেত্র ভাল টর্ক তৈরি করার সাথে সাথে গিয়ার শিফট অনেক সহজ হয়ে যায়।
5/6
চামড়ায় ঢাকা ড্যাশবোর্ড ও আরামদায়ক আসনগুলি আপনাকে কেবিনে স্বস্তি দেবে। টাচস্ক্রিন যথেষ্ট বড় ও দুর্দান্ত প্রতিক্রিয়া দেয়। আপনি অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল ছাড়া ও জিপের লোগো থাকছে কেবিনে। যা গাড়ির আভিজাত্য বাড়িয়ে দেয়।
6/6
আপনি চাইলেই গাড়ির দরজা, ছাদও সরিয়ে ফেলতে পারেন। এর পাওয়ার উইন্ডোর সুইচ মাঝখানে দেওয়া হয়েছে। কংক্রিটের পাশাপাশি জঙ্গলেও রুবিকনের অভিজ্ঞতা রয়েছে আমাদের। যেখানে এর হার্ডকোর রক-ট্র্যাক 4x4 সিস্টেম দারুণ কাজে আসে।
Sponsored Links by Taboola