Jio Recharge Plan : জিওর তিন মাসের এই প্ল্যানে পাবেন দারুণ সুবিধা, ওটিটি ছাড়াও থাকছে অনেককিছু

Jio : এই প্ল্যানের দাম ১০২৯ টাকা এবং এটি ৮৪ দিনের বৈধতা অফার করে। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ১৬৮ জিবি), আনলিমিটেড কলিং এবং সারা দেশে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পান।

জিওর এই রিচার্জ প্ল্যানের বিষয়ে জানেন ?

1/10
জিও এবার বাজারে নিয়ে এসেছে প্রায় তিন মাসের ভ্যালিডিটি সহ একটি প্ল্যান, যা OTT প্লাটফর্ম ছাড়াও দিচ্ছে অনেক সুবিধা।
2/10
৮৪ দিনের এই প্ল্যানে আপনি পাবেন কিছু দুর্দান্ত সুবিধা। দেশজুড়ে এখন ৪৬ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে জিওর। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা এবং OTT এর মতো অনেক সুবিধা রয়েছে।
3/10
৮৪ দিনের বৈধতার এই প্ল্যানের দাম ১০২৯ টাকা এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ১৬৮ জিবি), আনলিমিটেড কলিং এবং সারা দেশে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পাবেন।
4/10
এর সাথে, প্রতিদিন ১০০টি এসএমএসও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এতে অ্যামাজন প্রাইম ভিডিও, জিওটিভি এবং জিওক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।
5/10
এছাড়াও, যাদের ৫জি স্মার্টফোন আছে এবং জিওর ৫জি নেটওয়ার্কের সাথে সংযুক্ত তারা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড ৫জি ডেটা পাবেন।
6/10
এছাড়াও, জিও ১০২৮ টাকায় আরও একটি ৮৪ দিনের প্ল্যান অফার করছে। এতেও দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস এর মতো একই সুবিধা পাওয়া যাচ্ছে।
7/10
পার্থক্য শুধু এই যে এই প্ল্যানে, অ্যামাজন প্রাইমের পরিবর্তে, ব্যবহারকারীদের সুইগির প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
8/10
এয়ারটেলের কথা বলতে গেলে, কোম্পানি ব্যবহারকারীদের ৮৪ দিনের বৈধতার সাথে ৯৭৯ টাকার প্ল্যান অফার করে। এটি ১৬৮ জিবি মোট ডেটা (প্রতিদিন ২ জিবি), বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করে।
9/10
এছাড়াও, এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাক্সেসও দেওয়া হচ্ছে।
10/10
মনে রাখবেন, কোনও প্ল্যান কেনার আগে তার আপডেট গ্রাহক পরিষেবার থেকে জেনে নেওয়া উচিত। এরপর অন্য কোম্পানির সঙ্গে তুলনা করে কোনও মোবাইল রিচার্জ প্ল্যান নিন।
Sponsored Links by Taboola