Kia Carens: সেরা সুরক্ষার পাশাপাশি দুর্দান্ত ডিজাইন , দেখে নিন কিয়া ক্যারেন্সের ছবি
Kia Carens Petrol Review: ভারতের বুকে সেলটস দিয়ে নিজের যাত্রা শুরু করেছিল কিয়া। আবার ফিরে এল সেই সময়। এবার সেলটসের প্লাটফর্মেই Kia Carens নিয়ে এল কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট লে-আউট রয়েছে যেখানে 6টি আসন বা একটি স্ট্যান্ডার্ড 7-সিটার রয়েছে। দীর্ঘ হুইলবেস থাকার ফলে ক্যারেন্সের মাঝ সারির যাত্রীরা তাদের পা প্রসারিত করার জন্য প্রচুর জায়গা পাবে।
ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল, সেইসঙ্গে কনফিগারযোগ্য ডিসপ্লে ও একটি চমৎকার ডিসপ্লে পাওয়া যাবে গাড়িতে। এর নিচে রয়েছে টাচ ক্লাইমেট কন্ট্রোল বোতাম ও একটি USB C পোর্ট, একটি স্ট্যান্ডার্ড USB পোর্ট, সিট কুলার ও ড্রাইভ মোড।
এই গাড়ির দ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট লে-আউট রয়েছে, যেখানে 6টি আসন বা একটি স্ট্যান্ডার্ড 7-সিটার রয়েছে। দীর্ঘ হুইলবেস থাকার ফলে ক্যারেন্সের মাঝের সারির যাত্রীদের পা ছড়িয়ে বসার জন্য অনেক জায়গা দেয়। গাড়িতে ঢোকা ও বেরোনো বেশ সহজ।
Kia Carens Petrol Review: Kia ক্যারেন্সের নতুন চেহারার মধ্যে দেওয়া হয়েছে আগামী প্রজন্মের লুক। যেখানে একটি পাতলা চকচকে কালো গ্রিল দিয়ে আলাদা করা হয়েছে DRL ও হেডল্যাম্পকে। কাছ থেকে দেখতে ওই গ্রিলের ওপর আপনি একটি সুন্দর প্যাটার্ন দেখতে পাবেন।
ক্যারেন্স এমপিভি হলেও ড্রাউভার কার বলতে পারবেন। এটি একটি তিন সারির গাড়ির জন্য বেশ স্পেসাস। আপনি প্যাডেল শিফটার ও ড্রাইভ মোড পাবেন এই গাড়িতে।
Carens এর সঙ্গে তিনটি ইঞ্জিন বিকল্প রয়েছে। এতে দুটি পেট্রোল ইঞ্জিন ও একটি ডিজেল রয়েছে। আমরা যে পেট্রোলটি পরীক্ষা করেছি, তা হল টপ-এন্ড 1.4l টার্বো পেট্রোল স্বয়ংক্রিয়।
এখানে একটি LED স্ট্রিপের মাধ্যমে বড় টেল-ল্যাম্পকে জোড়া হয়েছে। আয়তনে প্রতিদ্বন্দ্বী বা সেলটসের চেয়েও বড় এই গাড়ি। 4540 মিমি দৈর্ঘ্য রয়েছে গাড়ির।
বাইরে থেকে গাড়িকে দেখে SUV বা MPV মনে হতে পারে। যদিও ভিতরে ঢুকলেই এর প্রিমিয়াম ফিচার ও লুক নজর কাড়বে। এখানে একটি অনন্য প্যাটার্ন সহ একটি বিশাল গ্লস কালো প্যানেলযুক্ত ড্যাশবোর্ডের সাথে এখন কম বোতাম রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -