Nutritious Low calorie Vegetables: পুষ্টিকর এবং ওজনও বাড়বে না, ডায়েটে রাখুন এই সব শাক-সবজি
ওজন কমাতে ডায়েটে থাকুক এই শাক-সবজি।
1/10
ওজন কমানোর চক্করে অনেক সময়ই প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় শরীর। তাতে হিতে বিপরীত হয়। দুর্বলতা কাটিয়ে উঠতে জলাঞ্জলি দিতে হয় ডায়েট।
2/10
এর থেকে মুক্তি পেতে হলে পুষ্টিকর অথচ লো-ক্যালরির শাক-সবজি রাখতে হবে রোজকার ডায়েটে। এ ক্ষেত্রে কী কী খেতে পারেন দেখে নিন একনজরে।
3/10
বাঙালির হেঁশেলে লাউয়ের আনাগোনা নিত্যদিন। ওজন কমাতেও লাউয়ের জুড়ি নেই। আবার ফ্যাটস, কোলেস্টেরলের ঝামেলাও নেই।
4/10
১০০ গ্রাম লাউ থেকে মাত্র ১৫ ক্যালরি যায় শরীরে। এতে শরীরে জলের জোগানেও ঘাটতি পড়ে না। সোডিয়াম থাকে সামান্য।
5/10
শীতকালে বাড়িতে ফুলকপি মাস্ট। মটরশুটি দিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া করেন বাঙালি। ওজন কমাতে ডায়েটেও রাখতে পারেন ফুলকপি।
6/10
কিটো ডায়েটে অনেকে ফুলকপি রাখেন। ১০০ গ্রাম ফুলকপি থেকে শরীরে মাত্র ২৫ গ্রাম ক্যালরি যায়। এতে পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন সি-ও থাকে।
7/10
স্যালাড বা রায়তায় বাঁধাকপি খাওয়ার চল রয়েছে। ওজন কমাতেও বাঁধাকপি রাখতে পারেন রোজকার ডায়েটে।
8/10
ফুলকপির মতোই বাঁধাকপি খেলেও শরীরে নামমাত্র ক্যালরি যায়। আবার পেটও ভরা থাকে অনেক ক্ষণ। স্যুপ, স্যান্ডউইচে রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণ ফাইবারও থাকে।
9/10
ওজন কামনোর কথা উঠলে সবার আগে শসার উপর নির্ভর করেন মানুষ। মূলত জল থাকে শসায়। ১০০ গ্রাম শশা খেলে শরীরে ১৫ ক্যালরি যায়।
10/10
শুধু চাইনিজ রেসিপিতে নয়, রোজকার ডায়েটে মাশরুম রাখলেও উপকার পাবেন। ১০০ গ্রাম মাশরুম খেলে মাত্র ২২ ক্যালরি যায় শরীরে। এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে।
Published at : 29 Jan 2022 11:08 PM (IST)