Kia EV6 launched: হার মানাবে যেকোনও জার্মান গাড়িকে ! দেখে নিন কিয়া ইভিসিক্সের ছবি
ভারতে তার প্রথম ইভি লঞ্চ করল কিয়া মোটরস। EV6-এর দাম শুরু 59.95 লক্ষ টাকা থেকে। গাড়ির টপ-এন্ডের দাম রাখা হয়েছে 64.95 লক্ষ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বিলাসবহুল ইভি ক্রসওভারের বুকিং কিছুদিন আগে খোলা হয়েছিল। 3 লক্ষ টাকায় বুকিং করা গেছে গাড়ি।
ভারতের EV6 কেবল একটি সিঙ্গল জিটি ট্রিমে বিক্রি হবে। ভারতের জন্য শুধুমাত্র 100টি ইউনিট বিক্রি হবে EV6-এর। কিছু নির্বাচিত কিয়া ডিলাররাই এই গাড়ির বিক্রির সুযোগ পাবে। কোম্পানি ইতিমধ্যেই এই গাড়ির জন্য 350টিরও বেশি বুকিং পেয়েছে।
সারা ভারতে প্রায় 15 টি ডিলারশিপে প্রায় 12 টি শহরে গাড়ি বিক্রি করবে কিয়া। এই ডিলারশিপগুলিতে গাড়ির চার্জিংয়েরও সুবিধা থাকবে।
EV6 একটি সিঙ্গল মোটর রেয়ার ড্রাইভ স্পেসিফিকেশ পাওয়া যাবে। গাড়িতে 229hp ও 350Nm টর্ক তৈরি করে। আরও শক্তিশালী ডুয়েল মোটর সংস্করণ AWD-র সঙ্গে পাওয়া যাবে গাড়ি। যেখানে আপনি 325hp ও 605Nm টর্ক পাবেন।
রেঞ্জের দিক থেকে দেখলে EV6-এ একটি বড় 77.4kWh ব্যাটারিপ্যাক রয়েছে। যা এই গাড়িকে প্রায় 528 কিমি রেঞ্জ দিতে পারে। এই বিশাল রেঞ্জ থাকার কারণেই অন্যান্য় কোম্পানির বিলাসবহুল গাড়িকেও মাত দিতে পারবে কিয়া ইভিসিক্স।
Kia EV6 CBU ( Completely Built Unit) রুট দিয়ে ভারতে আসবে। কোরিয়ান গাড়ি নির্মাতা কিয়া প্রাথমিকভাবে এই বৈদ্যুতিক ক্রসওভারের 100 ইউনিটের প্রথম ব্যাচ নিয়ে আসবে ভারতে। এটি হুন্ডাই এর ডেডিকেটেড ইলেকট্রিক-গ্লোবাল মডুলার প্ল্যাটফর্ম (ই-জিএমপি) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ভারতে সম্পূর্ণরূপে আমদানি করা হচ্ছে EV6। সব ধরনের সাম্প্রতিক প্রযুক্তি দেওয়া হয়েছে গাড়িতে। যার মধ্যে একটি টুইন 12.3-ইঞ্চি ডিসপ্লে, হেডস-আপ ডিসপ্লে, ADAS ফিচার পাবেন গ্রাহক।
আটটি এয়ারব্যাগ, সানরুফ, কুল ভেন্টিলেটেড সামনের আসন দেওয়া হয়েছে গাড়িতে। রয়েছে 14-স্পিকারের অডিও সিস্টেম ও কানেকটেড কার টেকনোলজি।
EV6 V2L গাড়িকে চার্জিং করার পাশাপাশি এটি বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামও চার্জ করতে পারে।একটি দ্রুত 350kW ডিসি দ্রুত চার্জারের মাধ্যমে EV6 18 মিনিটে 10 থেকে 80 শতাংশ গাড়ির চার্জ করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -