Land Acquisition: আপনার কেনা জমিতে সরকার দখল নিতে পারে ? কী রয়েছে নিয়ম ?
জমি অধিগ্রহণ নিয়ে ভারত সরকারের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। কোনো নির্দিষ্ট জমি আপনার কেনা থাকলে সরকার চাইলেই সেই জমির দখল নিতে পারে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু কিছু বিশেষ ক্ষেত্র বাদ দিলে এক্ষেত্রে সরকারের জমি দখলের ক্ষেত্রেও আইনের কিছু বেড়াজাল আছে। কী কী নিয়ম জেনে নিন।
সাধারণত কোনো জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেই সরকার এই ধরনের জমি অধিগ্রহণের কাজ করে থাকে। কোন জমি দখল করতে পারে সরকার ?
রেলওয়ের কাজ, বিমানবন্দর বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি জন্য সরকারকে নানা সময় জমি অধিগ্রহণ করতে হয়।
এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইনের মাধ্যমে। এতে খেয়াল রাখতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।
যে জমি অধিগ্রহণ করবে সরকার, জমির মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ বা জমির দাম হিসেবে আর্থিক সহায়তা দিতে হবে সরকারকে।
সেই সময় জমির দাম যা চলছে তা অনুযায়ী জমির মালিককে টাকা দেবে সরকার। আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে সমস্ত কাজ।
তবে এক্ষেত্রে আগে থেকে সরকার এই জমি অধিগ্রহণের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখবে জমির মালিককে। সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি হবে।
এক্ষেত্রে আপনার বা জমির মালিকের কোনো আপত্তি থাকলে তা জানাতে পারেন তিনি। অভিযোগও জানাতে পারেন।
এই আপত্তি বা অভিযোগ থাকলে সেই মামলা আদালত পর্যন্ত গড়াতে পারে। অভিযোগকারীর কথা সত্য প্রমাণিত হলে এক্ষেত্রেও সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -