Wedding Cost: বিয়েতে ৭৫০০ কোটি নগদ লেনদেন দেশে ! আয়কর বিভাগের নজরে নববিবাহিত দম্পতিরাও
বিগত ২ মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়েছে এই দেশে। আর এই অনুষ্ঠানেই কোটি কোটি টাকার নগদ লেনদেন হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর মাত্র দু'মাসেই ৭৫০০ কোটি টাকার নগদ লেনদেন হয়েছে বিয়ের অনুষ্ঠানে।
জয়পুরের ২০টি ওয়েডিং প্ল্যানারের অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। জানানো হয়েছে যে এই খরচের কোনও তথ্য জমা করা হয়নি।
জাল বিল তৈরি, হাওয়ালা এজেন্টের মাধ্যমে টাকা পাঠানো এবং বেনামী অ্যাকাউন্ট চালানোর মত অনৈতিক কাজ করেছেন কোনো কোনো ওয়েডিং প্ল্যানার।
হায়দরাবাদ ও বেঙ্গালুরু ভিত্তিক অংশিদারদের সঙ্গে সহযোগিতা করে এই ব্যবসা চালাচ্ছিল জয়পুরের এই সন্দেহভাজন ২০ সংস্থা।
আগাম্নী বেশ কয়েকদিন ধরে চলবে এই তল্লাশি। নগদ লেনদেন খুঁজে বের করবে আয়কর বিভাগ যার মাত্র ৫০-৬০ শতাংশই কেবল বিয়েতে খরচ হয়েছে।
বিবাহে উপস্থিত অতিথির সংখ্যা, আমন্ত্রিতের সংখ্যা, বিবাহের খরচ এবং খাওয়া-দাওয়ার খরচ গণনা করে এই নগদ লেনদেনের উৎস খুঁজবে আয়কর বিভাগ।
আয়করের আধিকারিকদের মতে, অনেকেই কর বাঁচাতে এবং আয়কর বিভাগের চোখে ধুলো দিয়ে অন্যত্র টাকা পাঠাতে এই ধরনের ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে যোগাযোগ করেন।
এই ধরনের বিলাসবহুল বিবাহ অনুষ্ঠানে অতিথিদের নিয়ে আসার জন্য চার্টার্ড ফ্লাইটও বুকিং করা হয়ে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -