Bima Sakhi Yojana: এই স্কিমে মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কী যোগ্যতা লাগবে জানেন ?
বিমা সখী যোজনা হল জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ মহিলাদের জন্য এলআইসির শুরু করা একটি বিশেষ প্রকল্প। 18 থেকে 70 বছর বয়সী মহিলারা এই স্কিমে সুবিধা পাবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদশম শ্রেণি পাস করা মহিলাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমে এই স্কিমে এই মহিলাদের 3 বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের বিমা সম্পর্কে শেখানো হবে।
প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের ইনসেনটিভও দেওয়া হবে। প্রশিক্ষণের পরে, তারা এলআইসি এজেন্ট হিসাবে নিয়োগও পেতে পারে। একই সঙ্গে বিএ পাস করা মহিলারাও ডেভেলমপমেন্ট অফিসার হওয়ার সুযোগ পেতে পারেন।
প্রশিক্ষণের প্রথম বছরে 7000 টাকা, দ্বিতীয় বছরে 6000 টাকা এবং তৃতীয় বছরে 5000 টাকা দেওয়া হবে।
এ ছাড়া তাদের আলাদাভাবে বোনাস ও কমিশন দেওয়া হবে। পরের বছর বিক্রি হওয়া পলিসির 65% কার্যকর হলেই মহিলারা এটি পাবেন।
১ বিমা সখী যোজনার জন্য আবেদন করতে মহিলাদের LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/test2 দেখতে হবে। ২ এর পর নীচে দেখানো 'Click here for Bima Sakhi'-এ ক্লিক করুন।
৩ তারপরে একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিবরণ পূরণ করতে হবে।
৪ আপনি যদি কোনো এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হন, তাও বিবরণে লিখুন। এর পরে ক্যাপচা কোড লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট এ ক্লিক করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -