LIC Policy: জমার ১০ গুণ টাকা , এলআইসির এই পলিসিতে বাম্পার বেনিফিট
LIC Bima Ratna Plan: এলআইসি-র এই পলিসিতে রয়েছে অনেক সুবিধা। দ্বিগুণেরও বেশি রিটার্নের পাশাপাশি নিশ্চিত বোনাস দেয় এই পলিসি। তাই বিমা নেওয়ার আগে দেখে নিতে পারেন LIC Dhan Ratna Plan।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLIC Policy: বেসরকারি বিমা কোম্পানির ভিড়ে দেশের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির ওপর ভরসা রাখে দেশের মানুষ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সময়ে সময়ে দেশের প্রতিটি বিভাগের জন্য বিভিন্ন স্কিম (LIC Policy)নিয়ে আসে।
আপনিও যদি একই রকম কিছু বিনিয়োগ পরিকল্পনা করার পরিকল্পনা করেন, তাহলে LIC-এর ধন বিমা রত্ন পলিসি দেখতে পারেন। এই প্ল্যানে আপনি দ্বিগুণের বেশি রিটার্ন পেতে পারেন। এর সঙ্গে এই পলিসিতে মোট ৩টি সুবিধা পাওয়া যায়। জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত বড় সুবিধাগুলি কী।
এলআইসি ধন রত্ন প্ল্যান LIC-এর ধন রত্ন প্ল্যানে (LIC Dhan Ratna Plan) বিনিয়োগ করে আপনি আপনার জমার ১০ গুণ টাকা পেতে পারেন। শুধু তাই নয়, মোট 3টি সুবিধা নির্দিষ্ট করা হয়েছে, যা এই স্কিমের সঙ্গে যুক্ত। এতে আপনি তিনটি বড় সুবিধা পাবেন যেমন মানি ব্যাক, গ্যারান্টিড বোনাস ও ডেথ বেনিফিট।
এই প্ল্যানে, আপনি পলিসির মেয়াদ অনুযায়ী সুবিধা পাবেন। এই নীতির মেয়াদ ১৫ বছর পর্যন্ত রাখা হয়েছে। পলিসির ১৩ ও ১৪ তম বছরে জমার পরিমাণের ২৫ শতাংশ আপনাকে ফেরত দেওয়া হবে। একইভাবে ২০ বছরের পলিসিতে ১৮ ও ১৯ তম বছরে মানিব্যাক দেওয়া হয়।
২৫ বছরের পলিসির ক্ষেত্রে ২৩ ও ২৪ তম বছরে মানিব্যাক দেওয়া হয়। এই পলিসিতে, আপনি অবশ্যই প্রথম ৫ বছরে ১০০০ টাকার উপর ৫০ টাকা বোনাস পাবেন। এটি পরবর্তী ৫ বছরে অর্থাৎ ৬ থেকে ১০ বছরের মধ্যে ৫৫ টাকা হয়ে যাবে। মেয়াদপূর্তির সময়, এই বোনাস প্রতি হাজারে ৬০ টাকা হয়ে যায়।
এলআইসি ধন বিমা রত্ন পরিকল্পনায় বিনিয়োগের ন্যূনতম বয়স ৯০ দিন। এই পলিসির সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ৫৫ বছর। এই স্কিমে, ন্যূনতম ৫ লক্ষ টাকা দেওয়া হয়।
বিমা রত্ন যোজনায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক অর্থ দেওয়া হয়।
আপনি যদি এই পলিসিটি ন্যূনতম ৫ লক্ষ টাকা সহ ১৫ বছরের মেয়াদের জন্য বিমা করেন, তাহলে পলিসিটি ম্যাচিওর না হওয়া পর্যন্ত আপনি মোট ৯,১২,৫০০ টাকা পাবেন৷
এই বিষেয়ে বিস্তারিত জেনে তবেই জীবন বিমার বিষয়ে বিনিয়োগ করবেন। এখানে পলিসির সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হয়েছে মাত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -