LIC Policy: এই দুই পলিসি তুলে দিচ্ছে LIC, কীভাবে সারেন্ডার করবেন জানেন ?
LIC নিয়েছে এই পলিসি বন্ধ করার সিদ্ধান্ত। আগামী ২ মাসের মধ্যেই LIC Dhan Vriddhi Plan বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে সারেন্ডার করতে হবে পলিসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLIC দেশের বৃহত্তম বিমা সংস্থা ধন বৃদ্ধি পলিসি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷ এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং এবং ব্যক্তিগত জীবন বিমা পলিসি ছিল।
LIC-এর ধন বৃদ্ধি পলিসি প্ল্যান 869, UIN 512N362V02 2 ফেব্রুয়ারি চালু করা হয়েছিল। এটি 1 এপ্রিল, 2024-এ বন্ধ করা হয়। এই পলিসিতে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে 10, 15 এবং 18 বছরের ময়োদে বিনিয়োগ করা যেত।
পলিসি হোল্ডার তার প্রয়োজন অনুযায়ী পলিসি কেনার পর যখনই চান পলিসি সারেন্ডার করতে পারেন। LIC এটি করার জন্য সারেন্ডার মূল্য বা বিশেষ সারেন্ডার মূল্য দেয়।
পলিসি হোল্ডারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ক্লেম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। LIC মেয়াদ শেষে এবং মৃত্যু উভয় দাবির সময়মত নিষ্পত্তির ক্ষেত্রে যাথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
কোনও পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে LIC অফিস থেকে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্য চেয়ে থাকে। 1) দাবি ফর্ম A - দাবিকারীর বিবৃতি মৃত এবং দাবিদারের বিবরণ দেয়। 2) ডেথ রেজিস্টার থেকে কী কারণে মৃত্যু সেই বিষয়ে বিবরণ 3) বয়সের প্রমাণ, বয়সের বিষয়ে জানানো থাকলে
4) মৃত ব্যক্তির সম্পত্তির বিষয় যদি উত্তরাধিকারী না থাকে সেই ক্ষেত্রে পলিসিটি M.W.P এর আইন মেনে কাজ করা হবে 5) মূল পলিসি ডকুমেন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -