LIC Policy: প্রতিদিন ২০০ টাকা জমা করে হোন কোটিপতি, LIC-র রয়েছে এই পলিসি
LIC Jeevan Anand Policy : জীবন বিমা কেনার ক্ষেত্রে LIC জীবন আনন্দ পলিসি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো একটি পলিসি হতে পারে।
LIC--র এই স্কিমে কম জমা দিয়ে পাবেন বেশি।
1/7
আজকের সময়ে বিনিয়োগ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মানুষ তাদের সুবিধা ও চাহিদা অনুসারে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। কেউ শেয়ার বাজারে, কেউ মিউচুয়াল ফান্ডে এবং কেউ অন্য কোথাও বিনিয়োগ করে।
2/7
এই স্কিমে আপনি প্রতিদিন মাত্র ২০০ টাকা জমা করে লক্ষ লক্ষ টাকার তহবিল সংগ্রহ করতে পারেন। জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ LIC-এর এই স্কিমের নাম জীবন আনন্দ পলিসি। জেনে নিন, কী সুবিধা দিচ্ছে এই স্কিম।
3/7
বিমা ক্ষেত্রে LIC-এর জীবন আনন্দ পলিসি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো একটি পলিসি হতে পারে। এতে, যদি আপনি ৩০ বছর ধরে প্রতিদিন ২০০ টাকা প্রিমিয়াম জমা করেন, তাহলে আপনি প্রায় ৩০ লক্ষ টাকা তহবিল সংগ্রহ করতে পারবেন।
4/7
এলআইসির এই পলিসিটি একটি টার্ম ম্য়াচিওর প্ল্যান। যদি আপনি ৩০ বছরের জন্য এই প্ল্যানটি নিয়ে থাকেন, তাহলে আপনাকে ৩০ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। যদি এর মধ্যে পলিসিহোল্ডার মারা যান, তাহলে মূল বিমার অর্থের ১২৫% অথবা মৃত্যু পর্যন্ত জমা হওয়া প্রিমিয়ামের ১২৫ গুণ নমিনিকে দেওয়া হবে।
5/7
এই স্কিমে আপনার জমার পরিমাণের উপর আপনি বোনাসও পাবেন। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কেউ পলিসিটি নিতে পারবেন। এই পলিসিতে, আপনি ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত একটি প্ল্যান বেছে নিতে পারেন। আপনি এতে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পেমেন্টও করতে পারবেন।
6/7
এই স্কিমে আপনি ঋণের সুবিধাও পাবেন। এলআইসির এই জীবন আনন্দ পলিসি সম্পর্কে আরও তথ্য পেতে আপনি আপনার নিকটতম এলআইসি শাখায় যেতে পারেন। আপনি সেখান থেকেও এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।
7/7
মনে রাখবেন, আমরা কোনও ধরনের স্কিমে বিনিয়োগের পরামর্শ দিই না। সেই ক্ষেত্রে কোনও স্কিমে বিনিয়োগের আগে আর্থিক পরামর্শদাতার সঙ্গে কথা বলুন।
Published at : 31 May 2025 06:54 PM (IST)