LIC Policy : কোন LIC পলিসি আপনার জন্য সেরা, কোনটা দেয় সর্বোচ্চ রিটার্ন ?

LIC Policy : এছাড়াও, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) এরকম অনেকগুলি পলিসি রয়েছে।

LIC-র কোন পলিসিতে সব থেকে বেশি রিটার্ন ?

1/7
বর্তমানে দেশবাসী সঞ্চয়ের জন্য বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করে। মূলত, ভালো রিটার্নের জন্যই এই বিনিয়োগ করেন ইনেভস্টাররা। সরকারও স্বল্প সঞ্চয় প্রকল্পের অনেক পরিকল্পনা চালায়।
2/7
এছাড়াও, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) এরকম অনেকগুলি পলিসি রয়েছে। এই পলিসিগুলিতে বিনিয়োগ করলে আপনি খুব ভাল রিটার্ন পেতে পারেন। জেনে নিন, কোন পলিসি আপনার জন্য বেশি সুবিধা দিতে পারে।
3/7
LIC এর জীবন উমং পলিসি হল সেই পলিসি যা সর্বোচ্চ রিটার্ন দেয়। আপনি এই পলিসিতে মাত্র 1300 টাকা বিনিয়োগ করে 27.60 লক্ষ টাকার একটি তহবিল গড়তে পারবেন৷ এই পলিসি 100 বছর পর্যন্ত কভার দিয়ে থাকে।
4/7
3 বছর থেকে 55 বছর বয়সী লোকেরা জীবন উমং পলিসিতে বিনিয়োগ করতে পারে। এতে ন্যূনতম ২ লাখ টাকার বিমা নিতে হবে। এতে প্রিমিয়ামের মেয়াদ 15, 20, 25 এবং 30 বছর।
5/7
এই পলিসিতে, আপনি যদি 30 বছরের প্ল্যান নেন ও প্রতি মাসে 1302 টাকা প্রিমিয়াম দেন, তাহলে আপনি প্রতি বছর 15,298 টাকা জমা করে, 30 বছরে আপনি 4.58 লক্ষ টাকা জমা করতে পারবেন।
6/7
যার উপর আপনি বার্ষিক 40 হাজার টাকা রিটার্ন পাবেন। তার মানে আপনি 30 থেকে 100 বছরে 27.5 লক্ষ টাকা পাওয়ার অধিকারী হতে পারেন। আপনি অনলাইনে বা এলআইসি এজেন্টের মাধ্যমে এই নীতিতে বিনিয়োগ করতে পারেন।
7/7
এছাড়াও LIC-এর জীবন আনন্দ পলিসি এবং জীবন শান্তি পলিসি ভাল রিটার্ন দেয়। আপনি এই নীতিগুলিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। যেকোনও পলিসিতে বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে তুলনা করতে হবে।
Sponsored Links by Taboola