Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
LIC পলিসির নমিনি বদলানো এখন আরও সহজ, মেনে চলুন এই সহজ কয়েকটি ধাপ
আপনিও যদি LIC পলিসির নমিনির নাম বদলাতে চান, তবে মেনে চলুন এই সহজ কয়েকটি ধাপ। তাহলেই হবে সমস্যার সমাধান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)সারা দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে। এই ক্ষেত্রে পলিসি ধারক মারা গেলে নমিনি বিমার 'ডেথ বেনিফিট' সুবিধা পান।
যখনই একজন ব্যক্তি এলআইসি পলিসি কেনেন, তখন নমিনির নাম লিখতে হয়। যদিও নমিনির নাম রেজিস্ট্রেশনের পর অনেক সময় সেই মনোনীত ব্যক্তির নাম পরিবর্তন করতে হয়।
সেই ক্ষেত্রে প্রশ্ন জাগে একবার নমিনির নাম পলিসিতে চলে গেলে কি পরিবর্তন করা যাবে? উত্তর হল হ্যাঁ, আপনি মনোনীত ব্যক্তির নাম দেওয়ার পরে পরিবর্তন করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি যখন-তখন পরিবর্তন করতে পারেন। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি।
প্রায়শই পরিবারের সদস্যদের এলআইসি পলিসি মনোনীত করতে হয়। এই অবস্থায় অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন তাদের মনোনয়ন বদল করতে হয়। অনেক সময় এমন হয় যে, পলিসি হোল্ডার যাকে নমিনি করেছেন তিনি মারা গেলেন, এমন পরিস্থিতিতে এলআইসি পলিসি ধারক নমিনিতে পরিবর্তন করতে পারেন।
বিমা পলিসি নেওয়ার পরে আপনি যখনই চান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নমিনি পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনার বর্তমান মনোনীত ব্যক্তিকে জানানোর প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনাকে LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
সেখান থেকে মনোনয়ন পরিবর্তন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর যাকে মনোনয়ন দেওয়া হবে তার তথ্য ও সম্পর্কের প্রমাণ দিন। এছাড়াও, আপনি এলআইসির শাখায় গিয়ে মনোনীত ব্যক্তির নাম পরিবর্তন করতে পারেন।
নাম পরিবর্তনের জন্য এই নথিগুলি প্রয়োজন: পলিসি বন্ড, পলিসি ধারক ও মনোনীত ব্যক্তির মধ্যে সম্পর্কের শংসাপত্র ,আধার কার্ড প্যান কার্ড
তাই এখন চাইলেই সহজেই LIC পলিসির নমিনি বদলাতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -