LIC Policy: প্রিমিয়াম না দেওয়ায় বন্ধ LIC পলিসি ? ক্লেম পাবেন কীভাবে ?

LIC Policy Claim Process: LIC-র কোনও দীর্ঘমেয়াদি পলিসি নিয়ে মাঝপথে প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে কিছু সময় সেই পলিসি ল্যাপস হয়ে যায়। তবে দুবছর পর্যন্ত এই পলিসি প্রিমিয়ামের টাকা দেওয়ার বর্ধিত মেয়াদ থাকে।

কীভাবে ক্লেম পাবেন ?

1/10
LIC-র কোনও দীর্ঘমেয়াদি পলিসি নিয়ে মাঝপথে প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে কিছু সময় সেই পলিসি ল্যাপস হয়ে যায়।
2/10
তবে দু'বছর পর্যন্ত এই পলিসি প্রিমিয়ামের টাকা দেওয়ার মেয়াদ থাকে। তার মধ্যে প্রিমিয়াম জমা না পড়লে সেই পলিসি ল্যাপস হয়ে যাবে।
3/10
তবে দু-বছর পরে চাইলে এই বন্ধ হয়ে যাওয়া পলিসি আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন। তার কিছু পদ্ধতি আছে।
4/10
আর বন্ধ থাকা পলিসিতে না-ক্লেম করা অর্থের পরিমাণও দাবি করতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করে।
5/10
পলিসি পুনরুজ্জীবিত করতে গেলে সমস্ত দেয় প্রিমিয়াম ইন্টারেস্ট সহ আপনাকে পেমেন্ট করতে হবে, তবেই পলিসি আবার চালু হবে।
6/10
পলিসি পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে LIC শাখায় বা এজেন্টের কাছে যেতে হবে। অথবা আপনি নিজেও তা করতে পারেন কাস্টমার সার্ভিসের মাধ্যমে।
7/10
কোনও পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও যদি তাঁর নমিনি কোনও ক্লেম না জানান, তাহলে তা আনক্লেমড অ্যামাউন্টের মধ্যে ধরা হয়।
8/10
LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'আনক্লেমড অ্যামাউন্ট অফ পলিসিহোল্ডারস' ট্যাবে ক্লিক করে পলিসিহোল্ডারের প্যান নম্বর, জন্মতারিখ ও নাম পূরণ করে সাবমিট করতে হবে।
9/10
এখানেই নতুন উইন্ডো খুলে গিয়ে দেখাবে কত আনক্লেমড অ্যামাউন্ট আছে পলিসিহোল্ডারের নামে, এই অঙ্কের টাকা দাবি জানানো যায়।
10/10
তবে পলিসি পুনরুজ্জীবিত করা বা ক্লেম জানানোর ব্যাপারে অবশ্যই সংস্থার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া জরুরি।
Sponsored Links by Taboola