LIC Policy: প্রিমিয়াম না দেওয়ায় বন্ধ LIC পলিসি ? ক্লেম পাবেন কীভাবে ?

LIC-র কোনও দীর্ঘমেয়াদি পলিসি নিয়ে মাঝপথে প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে কিছু সময় সেই পলিসি ল্যাপস হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তবে দু'বছর পর্যন্ত এই পলিসি প্রিমিয়ামের টাকা দেওয়ার মেয়াদ থাকে। তার মধ্যে প্রিমিয়াম জমা না পড়লে সেই পলিসি ল্যাপস হয়ে যাবে।

তবে দু-বছর পরে চাইলে এই বন্ধ হয়ে যাওয়া পলিসি আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন। তার কিছু পদ্ধতি আছে।
আর বন্ধ থাকা পলিসিতে না-ক্লেম করা অর্থের পরিমাণও দাবি করতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করে।
পলিসি পুনরুজ্জীবিত করতে গেলে সমস্ত দেয় প্রিমিয়াম ইন্টারেস্ট সহ আপনাকে পেমেন্ট করতে হবে, তবেই পলিসি আবার চালু হবে।
পলিসি পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে LIC শাখায় বা এজেন্টের কাছে যেতে হবে। অথবা আপনি নিজেও তা করতে পারেন কাস্টমার সার্ভিসের মাধ্যমে।
কোনও পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও যদি তাঁর নমিনি কোনও ক্লেম না জানান, তাহলে তা আনক্লেমড অ্যামাউন্টের মধ্যে ধরা হয়।
LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'আনক্লেমড অ্যামাউন্ট অফ পলিসিহোল্ডারস' ট্যাবে ক্লিক করে পলিসিহোল্ডারের প্যান নম্বর, জন্মতারিখ ও নাম পূরণ করে সাবমিট করতে হবে।
এখানেই নতুন উইন্ডো খুলে গিয়ে দেখাবে কত আনক্লেমড অ্যামাউন্ট আছে পলিসিহোল্ডারের নামে, এই অঙ্কের টাকা দাবি জানানো যায়।
তবে পলিসি পুনরুজ্জীবিত করা বা ক্লেম জানানোর ব্যাপারে অবশ্যই সংস্থার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -