LIC Policy: সামনের মাসেই বন্ধ হবে LIC-র এই পলিসি। আপনি পাবেন দারুণ রিটার্ন
Insurance Policy: সঞ্চয় ও নিরাপত্তার পাশপাশি পাবেন দারুণ রিটার্ন। LlC-র এই পলিসি দিচ্ছে ভাল সুযোগ।
LIC
1/10
Insurance Policy: সঞ্চয় ও নিরাপত্তার পাশপাশি পাবেন দারুণ রিটার্ন। LlC-র এই পলিসি দিচ্ছে ভাল সুযোগ। এখানে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১০ লক্ষ টাকার পরিবর্তে ১ কোটি টাকা পাবেন নমিনি।
2/10
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য সময়ে সময়ে বিভিন্ন ধরনের পলিসি শুরু করে। এই পলিসিগুলি বিভিন্ন শ্রেণির চাহিদা অনুসারে তৈরি করা হয়। সম্প্রতি, এলআইসি চেয়ারম্যান এমআর কুমার জানিয়েছেন, কোম্পানি শীঘ্রই তাদের একটি বিশেষ পলিসি বন্ধ করতে চলেছে।
3/10
এই পলিসির নাম এলআইসি ধনবর্ষা স্কিম। এই পলিসি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে৷ এর পরে আর এই পলিসি করতে পারবেন না আপনি। এই পলিসির বিশেষ বিষয় হল, এটি একটি সিঙ্গল প্রিমিয়াম পলিসি। জেনে নিন,কী রয়েছে এতে।
4/10
ধন বর্ষা প্ল্যান একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত, সঞ্চয় ও সিঙ্গল প্রিমিয়াম বিমা প্রকল্প। এতে বিনিয়োগ করলে আপনি সঞ্চয় ও নিরাপত্তা উভয়েরই সুবিধা পাবেন। যদি কোনও পলিসিধারীর অকাল মৃত্যু হয়, সেই ক্ষেত্রে নমিনি পলিসি হোল্ডারের মৃত্যুকালীন সুবিধা বা ডেথ বেনিফিট পাবেন।
5/10
এই স্কিমের বিশেষ বৈশিষ্ট্য হল এটি বার বার প্রিমিয়াম জমা করার ঝামেলা থেকে মুক্তি দেয়। এতে বিনিয়োগ করার জন্য আপনি দুটি বিকল্প পাবেন।
6/10
এলআইসি ধন বর্ষা স্কিম এর অধীনে আপনি দুটি বিকল্প থেকে বিনিয়োগ করার সুযোগ পাবেন। প্রথমটিতে, আপনি প্রিমিয়ামের 1.25 পর্যন্ত রিটার্ন পাবেন।
7/10
এই ক্ষেত্রে, আপনি যদি 10 লক্ষ টাকার একক প্রিমিয়াম জমা করেন, তাহলে নমিনি মৃত্যু সুবিধা হিসাবে 12.5 লক্ষ টাকা পাবেন।
8/10
অন্যদিকে, পলিসিধারীর মৃত্যুর ক্ষেত্রে আপনি 10 গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকার বিনিয়োগে 1 কোটি টাকা রিটার্ন পাবেন।
9/10
অন্যদিকে, যদি একজন পলিসি হোল্ডার প্ল্যানটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জীবিত থাকেন, তাহলে সেই পরিস্থিতিতে তিনি বেসিক সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত বিমা রাশির সঙ্গে গ্যারান্টিযুক্ত টাকার সুবিধা পাবেন।
10/10
এই গ্যারান্টিযুক্ত রিটার্নগুলি প্রতি বছরের শেষে পলিসিতে জমা করা হয়, যা পলিসি ধারক মেয়াদপূর্তিতে পাবেন।
Published at : 18 Feb 2023 03:18 AM (IST)