Life Insurance: প্রভিডেন্ট ফান্ড থেকেই পাবেন জীবনবিমা, প্রিমিয়াম না দিয়েই মিলবে ৭ লক্ষ পর্যন্ত কভারেজ ?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের সদস্যদের ৭ লক্ষ পর্যন্ত জীবনবিমার সুবিধে দেয়। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে সমস্ত সদস্য নিয়মিত ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন, তারা এই জীবনবিমার সুবিধে পাবেন। ছবি- ফ্রিপিক
তবে এর জন্য কর্মীদের বেসিক স্যালারি হতে হবে ন্যূনতম ১৫ হাজার টাকা, এই প্রকল্পের নাম EDLI Scheme। ছবি- ফ্রিপিক
যদি কোনও চাকরিজীবীর বেসিক স্যালারি ১৫ হাজারের বেশি হয়, তাহলে তিনি সর্বোচ্চ ৬ লক্ষ টাকার কভারেজ পেতে পারেন। ছবি- ফ্রিপিক
EDLI Scheme-এর অর্থ হল Employees Provident Fund Linked Insurance স্কিম, এতে আলাদা করে কোনও প্রিমিয়াম দিতে হয় না। ছবি- পিটিআই
বিগত এক বছরের হিসেবে মাসিক যে পরিমাণ টাকা আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে, তার ৩৫ গুণ কভারেজ পাবেন আপনি। ছবি- পিটিআই
২০২১ সাল থেকে এই স্কিমের অধীনে চাকরিজীবীদের একটি ১.৭৫ লাখ টাকার বোনাস দেওয়া হয়, যা আগে ছিল দেড় লাখের। ছবি- পিটিআই
তবে সকল চাকরিজীবী যাদের ইপিএফ রয়েছে, তারা সবাই কিন্তু এই ৭ লক্ষ টাকার কভারেজ পাবেন না। এটি নির্ণীত হবে ইপিএফে আপনার টাকা জমানো আর ডিএ-র উপর। ছবি- পিটিআই
অর্থাৎ কারও বেসিক স্যালারি ও ডিএ মিলিয়ে গত ১২ মাসে ইপিএফে ১৫ হাজার টাকা জমা পড়ে, তাহলে তাঁর কভারেজ হবে ৭ লাখ টাকা। ছবি- ফ্রিপিক
ইপিএফের কোনও সদস্যের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর নমিনি বা আইনি উত্তরাধিকারী এই জীবনবিমার ক্লেম পেতে পারেন। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -