Life Insurance Policy: বিমার প্রিমিয়াম দিতে পারছেন না ? পলিসি বাঁচাতে করুন এই কাজ

LIC Policy Paid Up: যে কোনও রকম জীবনবিমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে পুরো বছরের জন্য একটা বড় অঙ্কের কভারেজ পাওয়া যায়। কভারেজের অঙ্কের উপর নির্ভর করে প্রিমিয়ামের অঙ্ক নির্ধারিত হয়।

এই কাজ করলে পলিসি বাঁচাতে পারবেন সহজে

1/10
জীবনবিমা ছাড়া এখনকার দিনে এক পা চলাই মুশকিল। নিজের সঞ্চিত সম্পদকে বাঁচাতে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা খুবই জরুরি।
2/10
যে কোনও রকম জীবনবিমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে পুরো বছরের জন্য একটা বড় অঙ্কের কভারেজ পাওয়া যায়।
3/10
এই কভারেজের অঙ্কের উপর নির্ভর করে প্রতি বছরের প্রিমিয়ামের অঙ্ক নির্ধারিত হয়। কভারেজ বেশি হলে প্রিমিয়াম খানিক বেশি হয়।
4/10
পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়ার একটা বয়স রয়েছে। তারপর আর প্রিমিয়াম দিতে হয় না। কিন্তু এই মেয়াদের মধ্যে সব প্রিমিয়াম মেটানো জরুরি।
5/10
কোনও কারণে আর্থিক সমস্যার জন্য কেউ কেউ প্রিমিয়াম জমা দিতে না পারলে পলিসি নিয়ে সমস্যায় পড়েন তারা।
6/10
কেউ কেউ প্রিমিয়াম না দিতে পারার কারণে পলিসি সারেন্ডার করে দিতে চান, সেক্ষেত্রে অনেক টাকা ক্ষতি হয়।
7/10
কিন্তু জীবনবিমার পলিসির ক্ষেত্রে রয়েছে পেইড আপ সিস্টেমের সুবিধে। এর মাধ্যমে প্রিমিয়াম কোনও বছর জমা না দিতে পারলেও সমস্যা নেই।
8/10
কোনও প্রিমিয়াম না দিতে পারলে, সেই বছর আপনার পলিসি সারেন্ডারের বদলে পেইড আপ করে রাখা দরকার।
9/10
এতে পলিসি ল্যাপস হবে না, বাতিল হবে না বিমা। তবে আপনার কভারেজ ও অন্যান্য সুবিধে কমে যাবে।
10/10
পলিসি পেইড আপ করলে পলিসি চালু থাকে, কিন্তু কভারেজের অঙ্ক কমে আসে। ক্লেম পাওয়ার ক্ষেত্রে জটিলতা আসতে পারে।
Sponsored Links by Taboola