Long Term Investment: ইনডেক্স ফান্ড নাকি গোল্ড ইটিএফ- দীর্ঘমেয়াদে বেশি লাভ দেবে কোন বিনিয়োগ ?
Index Fund vs Gold ETF: সাধারণত বাজারে পতন আসলে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েন কারণ সোনায় দীর্ঘমেয়াদে নিশ্চিত ভাল রিটার্ন মেলার সম্ভাবনা বেশি।
ইনডেক্স ফান্ড নাকি গোল্ড ইটিএফ কোনটি বাছবেন ?
1/10
বাজারের অবস্থা এখন ভাল নয়। পতনের বাজারে অনেকের পোর্টফোলিওই লাল হয়ে আছে, প্রচুর লোকসান বিনিয়োগকারীদের।
2/10
এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুরু করতে চাইছেন ? ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করবেন নাকি গোল্ড ইটিএফ কিনে রাখলে সুবিধে ?
3/10
সাধারণত বাজারে পতন আসলে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েন কারণ সোনায় দীর্ঘমেয়াদে নিশ্চিত ভাল রিটার্ন মেলার সম্ভাবনা বেশি।
4/10
বাজারে সোনা কিনতে গেলে অনেক খরচ, তাছাড়া বাড়তি অনেক ঝক্কিও রয়েছে। তার বদলে সুবিধে গোল্ড ইটিএফে বিনিয়োগ।
5/10
সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে এই ইটিএফের দামও বাড়তে থাকে, ফলে সোনার দাম বাড়লে ইটিএফ থেকেই আপনার বিনিয়োগেও রিটার্ন বাড়বে।
6/10
অন্যদিকে ইনডেক্স ফান্ড জাতীয় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ইকুইটি সূচকে বিনিয়োগ হবে। দীর্ঘমেয়াদে এতেও লাভ পাবেন।
7/10
তবে পরিসংখ্যান বলছে বিগত ৫ বছরে সোনার দামে রিটার্ন মিলেছে ৯৪ শতাংশ অর্থাৎ বছরে প্রায় ১৯ শতাংশ আর নিফটি ইনডেক্স ফান্ডে গড় রিটার্ন এসেছে বছরে ১৫ শতাংশের কাছাকাছি।
8/10
ফলে ৫ বছরের নিরিখে সোনার দাম অনেকখানি বেড়ে গিয়েছে ইকুইটির তুলনায়। তবে আগামীতেও যে এত ভাল রিটার্ন মিলবে তার নিশ্চয়তা নেই।
9/10
তবে দীর্ঘমেয়াদে কম ঝুঁকি চাইলে সোনার ইটিএফে বিনিয়োগ ভাল বিকল্প হতে পারে, ইকুইটিতে তুলনায় ঝুঁকি বেশি।
10/10
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Published at : 26 Feb 2025 04:41 PM (IST)