LPG Subsidy: বড় খবর আসছে ! আপনার অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কি ?
LPG Subsidy: এই সুবিধা আপনি পাচ্ছেন তো ?
1/6
LPG Subsidy Amount:এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে এলপিজি-র ভর্তুকি নিয়ে আর চিন্তা করতে হবে না। নিজেই পরীক্ষা করতে পারবেন আপনার ভর্তুকির পরিমাণ। এতদিন যারা ভর্তুকি পাননি এবার তাদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।
2/6
আপনাদের জানা উচিত, কেন্দ্রীয় সরকার LPG Subsidy বাবদ ৭৯.২৬ টাকা দিয়ে থাকে। আপনার অ্যাকাউন্টে এই টাকা পড়েছে কিনা তা জেনে নিন ঠিক এই উপায়ে।
3/6
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.mylpg.in-এ যান। এখানে আপনি স্ক্রিনের ডান দিকে গ্যাস সিলিন্ডারের ছবি দেখতে পাবেন। এখানে আপনাকে পরিষেবা প্রদানকারীর জায়গায় ক্লিক করতে হবে। এবার পর্দায় একটি নতুন উইন্ডো খুলে যাবে।
4/6
এবার আপনাকে ওপরের ডানদিকে সাইন-ইন করে ডানদিকে ওপরের দিকে নুতন গ্রাহক অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার যদি আগে থেকেই আইডি তৈরি থাকে তাহলে নিউ ইউজারে ক্লিক করেই সাইটে ঢুকে যেতে পারবেন। এখন আপনার সামনে একটি উইন্ডো খুলবে। ডান দিকে সিলিন্ডার বুকিং হিস্ট্রি দেখুন তারপর ট্যাপ করুন।
5/6
এখানে কোন সিলিন্ডারে কত ভর্তুকি পাচ্ছেন, সেই সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন। আপনি যদি ভর্তুকির টাকা না পেয়ে থাকেন, তাহলে টোল ফ্রি নম্বর 18002333555-তে কল করে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
6/6
একটা কথা মনে রাখতে হবে, অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক না থাকলে, ভর্তুকি বন্ধ হয়ে যায়। তাই সব সময় আধার আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকতে হবে। এর পাশাপাশি যাদের বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি, তাদের সরকার এই ভর্তুকি দেয় না।
Published at : 07 Dec 2021 09:18 PM (IST)