Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Maharaja Express: টিকিটের দাম লক্ষাধিক টাকা, দেখুন দেশের অন্যতম ব্যয়বহুল ট্রেন 'মহারাজা এক্সপ্রেস'-এর বিলাসবহুল যাত্রা
দেশের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি এই 'মহারাজা এক্সপ্রেস'। ভারতীয় রেলের এই বিলাসবহুল ট্রেনের বিষয়ে নিশ্চয়ই শুনেছেন।এই ট্রেনকে সাধারণ ট্রেন না বলে স্বপ্নের বাহন বলা যেতে পারে। এর লাক্সারি কোনও ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেলের চেয়ে কম নয়।বিদেশি পর্যটকদের পাশাপাশি দেশীয় পর্যটকদের মধ্যেও বেশ জনপ্রিয় এই ট্রেন। ছবিতে দেখুন এই বিলাসবহুল ট্রেনের রাজকীয় দৃশ্য। ছবির সৌজন্যে- মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশি পর্যটকরা এই মহারাজা এক্সপ্রেসের যাত্রা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসেন।এই ট্রেনে তাঁরা দিল্লি-রাজস্থান সহ অনেক পর্যটনের স্থান উপভোগ করেন। ছবির সৌজন্যে - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
মহারাজা এক্সপ্রেসের মধ্যে বিভিন্ন স্যুট ও কেবিন রয়েছে। সেখান থেকে নিজের পছন্দের বিকল্প বেছে নিতে পারবেন আপনি। বর্তমানে এর ডিলাক্স কেবিন ও প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করতে পারবেন। ছবির সৌজন্যে - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
এই জাঁকজমকপূর্ণ ট্রেনে, আপনার মহারাজার মতো উপলব্ধি হবে। তা ডাইনিং এরিয়া হোক বা বেডরুম, রেস্তোরাঁ বা বিশ্রামাগার, আপনি যেখানেই যান না কেন বিশ্বমানের লাক্জারি উপভোগ করতে পারবেন। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
এই ট্রেনে ময়ূর মহল ও রং মহল নামে দুটি রেস্তোরাঁ রয়েছে। ময়ূর মহলে ময়ূরের আবহ বা থিম দেখতে পারবেন। পাশাপাশি রং মহলে পাবেন প্রাসাদের সাজসজ্জা। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
রং মহল রেস্তোরাঁর গোলাপি পরিবেশ নজর কাড়বে সবার। যখন ভ্রমণকারী বা পর্যটকরা এর রঙের আলোতে বসে সকালের জলখাবার, দুপুরের খাবার বা রাতের খাবার উপভোগ করেন তখন এটি স্বাভাবিকভাবেই ভরে ওঠে। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
দেশের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি, মহারাজা এক্সপ্রেস বহু বছর ধরে চলছে। কিন্তু এর আকর্ষণ আজও একই রকম রয়েছে। শুরুর দিকে অনেক পুরস্কার পেয়েছে এই ট্রেন। বিশ্ব পর্যটন মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই বিলাসবহুল ট্রেনের। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
এর ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে। এটি সাধারণ মানুষের জন্য সাধারণ বিষয় নয়। তবে এখন এই ট্রেনের বুকিংয়ে প্রচারমূলক অফার দেওয়া হচ্ছে। তবে আপনি যদি এর ভাড়া জানতে চান তবে এই ছবির মাধ্যমে জানতে পারবেন। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
এর ডিলাক্স কেবিনের ভাড়ার উপর বর্তমানে প্রোমো অফার চলছে। যার মাধ্যমে একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে অন্য কোনও ব্যক্তির বুকিং চার্জ ৫০ শতাংশ কম হয়ে যাবে। মানে, একটি ডিলাক্স কেবিনে দুজন সফর করতে পারবেন। মহারাজা এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এর রুট, গন্তব্য, ভাড়া, শর্তাবলী সম্পর্কে তথ্য পেতে পারেন। আপনার কাছে যদি সামর্থ থাকে তবে আজীবন অভিজ্ঞতা নেওয়ার জন্য এই ট্রেন এক দুর্দান্ত যাত্রা। এর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য দর্শনের বিষয়ে জানতে পারবেন আপনি। ছবির ক্রেডিট - মহারাজা এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -