মাত্র ২ বছরের জন্যই এই সরকারি স্কিম, পাবেন ৭.৫ শতাংশ সুদ
কন্যাশিশুদের সুবিধার্থে আগেই এই আর্থিক পরিকল্পনা শুরু করেছে মোদি সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় রয়েছে ভাল সুদের সুবিধা। সম্প্রতি বাজেটে মহিলাদের জন্য বিশেষ আর্থিক প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জেনে নিন, মহিলা সম্মান সঞ্চয়পত্র না সুকন্যা সমৃদ্ধি যোজনা ! কোথায় বিনিয়োগ করে বেশি লাভ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলা সম্মান সঞ্চয়পত্র যোজনা মহিলা সম্মান সঞ্চয়পত্র যোজনা হল একটি স্বল্পমেয়াদি স্কিম, যাতে আপনি দুই বছরের জন্য আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন।
১ আপনি এতে ২০২৩ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ২ এতে বার্ষিক ভিত্তিতে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে সরকার। ৩ এই স্কিমটি FD-এর মতো, যাতে আপনি অল্প সময়ের মধ্যে বিনিয়োগ করে ভাল সুদ পেতে পারেন।
৪ এর পাশাপাশি, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে বিনিয়োগের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। ৫ যেকোনও বয়সের মহিলা বা কন্যাশিশু এতে বিনিয়োগ করতে পারে। ৬ এতে আপনি আংশিক অর্থ তোলার সুবিধা পাবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প, যেখানে আপনি কেবল কন্যাসন্তানের জন্যই বিনিয়োগ করতে পারেন। ১ এই প্রকল্পের মাধ্য়মে সরকার অ্যাকাউন্টে জমা করা পরিমাণের উপর ৭.৬ শতাংশ হারে সুদ দেয়। ২ এতে আপনি প্রতি বছর ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
৩ কন্যাশিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর সেই অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলার সুবিধা পাবেন এতে। ৪ একই সময়ে ৩১ বছর বয়স পূর্ণ করার পরে আপনি পুরো টাকা তুলতে পারবেন।
মহিলা সম্মান সঞ্চয়পত্র না সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে পার্থক্য ? মহিলা সম্মান সঞ্চয়পত্র ও সুকন্যা সমৃদ্ধি যোজনা, দুটি স্কিমই মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। যদিও দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই 'মহিলা সম্মান সঞ্চয় পত্রে' যেকোনও মহিলা বিনিয়োগ করতে পারেন।
কেবল কন্যাশিশুদের জন্যই SSY-তে বিনিয়োগের সুযোগ রয়েছে। মহিলা সম্মান সঞ্চয়পত্র হল একটি স্বল্পমেয়াদি স্কিম যাতে আপনি এককভাবে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন৷
অন্যদিকে, SSY হল একটি দীর্ঘমেয়াদি স্কিম, যাতে আপনি কন্যা সন্তানের জন্ম থেকে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। কন্যাশিশুর বয়স ২১ বছর হলে মেয়াদশেষের পুরো টাকা পাবেন। এতে আপনি অল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি আপনার কন্যাসন্তানের অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে MSSC একটি ভাল স্কিম। পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনা দীর্ঘমেয়াদের জন্য একটি ভাল বিকল্প।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -