Mahila Samman Savings: মহিলা সম্মান সঞ্চয়পত্র না ব্যাঙ্ক এফডিতে বেশি লাভ ?
২০২৩ সালের বাজেটে মহিলাদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের স্বনির্ভর করতে 'মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিম' চালু করেছেন। জেনে নিন, ফিক্সড ডিপোজিট না মহিলা সম্মান কোন প্রকল্পে বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিম' আসলে একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। যাতে কম আয়ের মহিলারা বিনিয়োগ করে স্বাবলম্বী হতে পারেন। এছাড়াও, দেশের বিপুল সংখ্যক মহিলা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন কারণ।
কোনও ঝুঁকি না থাকার কারণে FD মহিলাদের মধ্য়েও বেশ জনপ্রিয় প্রকল্প। আপনি যদি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ও এফডি-র একটি স্কিমেও বিনিয়োগ করতে চান, তাহলে জেনে নিন উভয় স্কিমের তথ্য় ।
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কিমের অধীনে আপনি দুই বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Saving Scheme) আপনি বার্ষিক ৭.৫ শতাংশ রিটার্ন পাবেন।
এই স্কিমের বিশেষত্ব হল, এটি গ্রাহকদের বেশিরভাগ ছোট সঞ্চয় প্রকল্প যেমন NSC, PPF, SSY ইত্যাদির চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে। সরকার এই স্কিমের অধীনে আংশিক প্রত্যাহারের সুবিধাও দিয়েছে। এই স্কিমে আপনি ১ এপ্রিল থেকে যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন৷
দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে ২ বছর পর্যন্ত FD-তে ৩ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে।
এই ক্ষেত্রে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের জন্য স্টেট ব্যাঙ্কের সুদের হার ০.৭৫ শতাংশের কম। আপনি যেকোনও স্টেট ব্যাঙ্কের শাখায় FD অ্যাকাউন্ট খুলতে পারেন।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২ বছর পর্যন্ত FD-তে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।
এই পরিস্থিতিতে মহিলা সম্মান সঞ্চয় অ্যাকাউন্টে সুদের হার ব্যাঙ্ক এফডি-র তুলনায় অনেক বেশি।
তাই আপনি যদি ব্যাঙ্কে ২ লক্ষ টাকা পর্যন্ত FD করার কথা ভাবেন তাহলে MSSC-তে বিনিয়োগ করা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -