Mahindra Scorpio N: দেরি করলে পাবেন না অফার প্রাইসে, জেনে নিন কী রয়েছে নতুন স্করপিওতে
লঞ্চের পর থেকেই বেড়েছে কৌতূহল। মহিন্দ্রার নতুন স্করপিওর (Mahindra Scorpio N) বুকিংয়ের অপেক্ষা করছেন ক্রেতারা। ৩০ জুলাই থেকে শুরু হবে এর বুকিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানি জানিয়েছে, প্রথম ২৫,০০০ বুকিংয়ের জন্য বেস মডেলে ১১.৯৯ লক্ষ টাকা নেবে কোম্পানি। পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে গাড়ির দাম। জেনে নিন, কেন 'বিগ ড্যাডি অফ অল এসইউভি' বলা হচ্ছে নতুন স্করপিওকে।
নতুন Scorpio N এর দৈর্ঘ্য 4662 এমএম, প্রস্থ 1917 এমএম ও উচ্চতা 1870 এমএম রেখেছে কোম্পানি। নতুন SUV সিটের হুইলবেস 2750 এমএম রাখা হয়েছে।
এই নতুন SUV-তে আপনি পেট্রল ও ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্প পাবেন। প্রথম বিকল্প হিসেবে TGDi mStallion (পেট্রল) ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 149.14 kW শক্তি (203PS) ও 380Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
রুফরেল সানরুফ থাকছে গাড়িতে । সঙ্গে পাবেন শার্ক অ্যান্টেনা, ভারবহনের জন্য স্কি-রেক স্পয়লার ছাড়াও পাশাপাশি খোলা যায় এমন টেলগেট
এই গাড়িতে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল ORVM , LED ডে টাইম রানিং সহ LED প্রজেক্টর ফগ ল্যাম্প, ডাবল ব্যারেল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প দিয়েছে কোম্পানি।
লম্বা LED টেল ল্যাম্প , স্করপিও স্টিং ক্রোম উইন্ডো লাইন , ডায়মন্ড কাট R18 ও R17 অ্যালয় হুইলস দেওয়া হয়েছে গাড়িতে।
6-স্পিড ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশন উভয় বিকল্পই পাবেন এই এসইউভিতে। পাশাপাশি এতে থাকছে ডিজেলে 4X4-এর অপশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -