Mahindra Scorpio N: কোম্পানি বলছে 'বিগ ড্যাডি', কেমন দেখতে নতুন মহিন্দ্রা স্করপিও
শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। এবার কোম্পানির বহু প্রতীক্ষিত এই গাড়ি নিয়ে ট্যুইট করলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন স্করপিওর একটি ভিডিও টুইট করেছেন তিনি। যেখানে স্করপিও এনকে খাঁচায় বদ্ধ প্রাণী হিসেবে বর্ণনা করেছেন মহিন্দ্রার চেয়ারম্যান।
তিনি লিখেছেন, The Beast. About to be uncaged। তাঁর এই টুইটের পরই প্রচুর অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি।
Mahindra Scorpio-তে একটি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, যা C-আকৃতির LED DRL-এর সঙ্গে টপ-স্পেক ট্রিমগুলিতে অল-এলইডি ইউনিট হিসাবে দেওয়া হবে।
SUV-র সাইড প্রোফাইলের কথা বললে, এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়াও SUV-র পিছনে স্ট্রেইট LED টেলল্যাম্প পাওয়া যাবে।
নতুন প্রজন্মের Scorpio-তে 2.0-লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল মোটর ও 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন থাকতে পারে।
6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও 6-স্পিড টর্ক-কনভার্টার AT ট্রান্সমিশন অপশন হিসাবে দেওয়া হতে পারে গাড়িতে।
নতুন Mahindra Scorpio আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে। আগামী মাসে মাহিন্দ্রা স্করপিওর 20 তম বছর।
2002 সালে প্রথম Mahindra Scorpio গাড়ি লঞ্চ হয়। সেই উপলক্ষে আগামী মাসে আসতে পারে গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -