Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Baleno 2022 vs Hyundai i20 : প্রিমিয়াম হ্যাচব্যাকে জোরদার লড়াই, দেখে নিন পারফরম্যান্স যুদ্ধে বাজিমাত করল কে ?
সম্প্রতি নতুন বালেনো বাজারে এনেছে মারুতি। একই সেগমেন্টে মারুতির প্রতিদ্ব্ন্দ্বী Hyundai i20। দুটি গাড়ির মধ্যেই পাবেন প্রযুক্তি ও ফিচারের সর্বাধিক সম্ভার। সেই কারণে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে ধরা হয় দুই গাড়িকে। দেখে নিন, গাড়ির যুদ্ধে কে এগিয়ে-কে পিছিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউভয় গাড়ি দেখতে প্রিমিয়াম ও আকারে বড়। i20 সেগমেন্টে সবথেকে বড় প্রিমিয়াম হ্যাচব্যাক যার দৈর্ঘ্য 3,995 এমএম ও ব্যালেনোর দৈর্ঘ্য 3,990 এমএম। i20 বালেনোর থেকে কিছুটা বেশি চওড়া। ডিজাইন অনুসারে, i20-তে শার্প কাট লাইন বেস দেখা যায়। যা এতে প্রিমিয়াম লুক এনে দেয়।
নতুন বালেনোতে পাবেন একেবারে অনন্য ডিজাইন। নতুন হেডলাইটের সঙ্গে পিছনের স্টাইলিংও বদলে গিয়েছে গাড়ির। তাই উভয় গাড়ি আপনার নজর কাড়বেই। তবে এটা পুরোপুরি আপনার পছন্দের ওপর নির্ভর করছে।
মারুতি বালেনো ইন্টেরিয়রকে ডিজাইন ও কোয়ালিটির দিক থেকে অনেক ওপরে নিয়ে গেছে। নীল/কালো ও সিলভার বিটের মিশ্রণ কেবিনের পরিবেশ পুরো বদলে দিয়েছে। এটি একটি নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেমের সঙ্গে একটি বড় 9-ইঞ্চি টাচস্ক্রিন দিচ্ছে।
এখানে নতুন i20-তে একটি সম্পূর্ণ কালো থিম দেওয়া হয়েছে। যা গাড়িতে স্পোর্টি লুক দিয়েছে। ডিজাইনের মধ্যে চওড়া এয়ার ভেন্ট রয়েছে এই গাড়িতে। ক্লিন ড্যাশবোর্ড দেখতে পাবেন Hyundai i20-তে। i20 ক্রেটার মতো স্টিয়ারিং হুইল, বড় 10.25-ইঞ্চি টাচস্ক্রিন দিয়ে থাকে।
নতুন Baleno 90bhp ক্ষমতাসম্পন্ন একটি নতুন 1.2l পেট্রোল ইঞ্জিনে চলে। একটি 5-স্পিড ম্যানুয়াল/AMT গিয়ারবক্স দেওয়া হয়েছে গাড়িতে। নতুন ইঞ্জিনটি পুরোনো 1.2-এর থেকে ভাল। যা শহর/হাইওয়ে ব্যবহারে জন্য দ্রুত মজার অভিজ্ঞতা দেবে আপনাকে। AMT দারুণ অভিজ্ঞতা দেবে Baleno-তে। এটি অন্যান্য AMT-এর মতো ধীরগতিতে শিফট হয় না। মারুতির এই এএমটিতে দ্রুত শিফটিংয়ের সুযোগ পাবেন।
গাঢ় নীল এই অন্দরসজ্জার রং দরজা ও আসনগুলিতেও ব্যবহার করা হয়েছে। এখানে আপনি সুইফটের মতো নতুন স্টিয়ারিং হুইল দেখতে পাবেন। এছাড়াও রয়েছে স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি নতুন 9 ইঞ্চি টাচস্কিরন ডিসপ্লে।
বাইরের চেয়ে এই গাড়ির অন্দরসজ্জায় বেশি পরিবর্তন করা হয়েছে। নতুন গাড়ির কেবিনে নীল-কালো রঙের একটি চমৎকার ডুয়েল-টোন থিম রয়েছে। যার ড্যাশবোর্ডটি সিলভার অ্যাকসেন্টের একটি স্তর সহ গাঢ় নীলে আচ্ছাদিত।
এই হোম স্ক্রিন চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনি। সেন্টার কনসোল ছাড়াও এয়ার ভেন্ট ডিজাইন থেকে ক্লাইমেট কন্ট্রোল সুইচ সবই নতুন মানের একটা সুন্দর অনুভূতি দেবে ২০২২-র বালেনোতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -