Maruti Grand Vitara: নজরকাড়া লুক, লঞ্চের আগেই প্রকাশ্যে ভিটারার দাম, দেখুন ছবি
গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম। শোনা যাচ্ছে, প্রতিযোগিতার বাজারে বেশ আক্রমণাত্মক দাম রাখা হয়েছে এই এসইউভির ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটো সাইটগুলির মতে, গ্র্যান্ড ভিটারা মারুতির সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। যা নেক্সা শোরুম থেকে বিক্রি করা হবে। S-Cross-এর পরিবর্তে আনা হয়েছে এই গাড়ি। মারুতি উত্সব মরশুমে গ্র্যান্ড ভিটারা দেশে লঞ্চ করবে।
গ্র্যান্ড ভিটারা দুটি ইঞ্জিন বিকল্প নিয়ে আসবে, যার বেস মডেলে ১.৫ নিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন থাকবে। এতে পাবেন একটি ৫ স্পিড ম্যানুয়াল বা প্যাডেল শিফটার সহ একটি ৬স্পিড স্বয়ংক্রিয় ইঞ্জিন।
ম্যানুয়াল AWDও পাবেন এই গাড়িতে। এ ছাড়াও রয়েছে শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন, যা eCVT গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।
শোনা যাচ্ছে, গ্র্যান্ড ভিটারা সিগমা, ডেল্টা, জেটা ও আলফা-সহ নেক্সা মডেল নিয়ে বাজারে আসবে কোম্পানি। সিগমা ১.৫ লিটার ম্যানুয়াল মডেলের দাম ৯.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।
যেখানে ডেল্টা ম্যানুয়াল ১.৫ লিটারের দাম হতে পারে ১১ লক্ষ টাকা। Zeta-র দাম ১২ লক্ষ টাকা ও টপ-এন্ড Alpha-র দাম রাখা হতে পারে ১৩.৫ লক্ষ টাকা৷
এদিকে স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টগুলি ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৫ লক্ষ টাকা বেশি ব্যয়বহুল। ডেল্টা অটোমেটিক পাবেন ১২.৫০ লক্ষ টাকায়।শক্তিশালী হাইব্রিড সংস্করণ জেটা ও আলফা অটোমেটিক যথাক্রমে ১৭ ও ১৮ লক্ষ টাকায় পাওয়া যাবে।
মারুতির এই গাড়ি নিয়ে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে। শেষপর্যন্ত বিদেসের বাজারে এসক্রসের আপডেটেট ভার্সন নিয়ে এল কোম্পানি।
টয়ো হাইরাইডার ও এই গাড়িকে একই প্লাটফর্মে বানিয়েছে টয়োটা ও মারুতি। গাঁটছড়া বেঁধে তৈরি করা হয়েছে এই গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -