Maruti Grand Vitara: নজরকাড়া লুক, লঞ্চের আগেই প্রকাশ্যে ভিটারার দাম, দেখুন ছবি

Grand Vitara Price: গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম।

Maruti Grand Vitara

1/9
গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম। শোনা যাচ্ছে, প্রতিযোগিতার বাজারে বেশ আক্রমণাত্মক দাম রাখা হয়েছে এই এসইউভির ।
2/9
অটো সাইটগুলির মতে, গ্র্যান্ড ভিটারা মারুতির সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। যা নেক্সা শোরুম থেকে বিক্রি করা হবে। S-Cross-এর পরিবর্তে আনা হয়েছে এই গাড়ি। মারুতি উত্সব মরশুমে গ্র্যান্ড ভিটারা দেশে লঞ্চ করবে।
3/9
গ্র্যান্ড ভিটারা দুটি ইঞ্জিন বিকল্প নিয়ে আসবে, যার বেস মডেলে ১.৫ নিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন থাকবে। এতে পাবেন একটি ৫ স্পিড ম্যানুয়াল বা প্যাডেল শিফটার সহ একটি ৬স্পিড স্বয়ংক্রিয় ইঞ্জিন।
4/9
ম্যানুয়াল AWDও পাবেন এই গাড়িতে। এ ছাড়াও রয়েছে শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন, যা eCVT গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।
5/9
শোনা যাচ্ছে, গ্র্যান্ড ভিটারা সিগমা, ডেল্টা, জেটা ও আলফা-সহ নেক্সা মডেল নিয়ে বাজারে আসবে কোম্পানি। সিগমা ১.৫ লিটার ম্যানুয়াল মডেলের দাম ৯.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।
6/9
যেখানে ডেল্টা ম্যানুয়াল ১.৫ লিটারের দাম হতে পারে ১১ লক্ষ টাকা। Zeta-র দাম ১২ লক্ষ টাকা ও টপ-এন্ড Alpha-র দাম রাখা হতে পারে ১৩.৫ লক্ষ টাকা৷
7/9
এদিকে স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টগুলি ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৫ লক্ষ টাকা বেশি ব্যয়বহুল। ডেল্টা অটোমেটিক পাবেন ১২.৫০ লক্ষ টাকায়।শক্তিশালী হাইব্রিড সংস্করণ জেটা ও আলফা অটোমেটিক যথাক্রমে ১৭ ও ১৮ লক্ষ টাকায় পাওয়া যাবে।
8/9
মারুতির এই গাড়ি নিয়ে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে। শেষপর্যন্ত বিদেসের বাজারে এসক্রসের আপডেটেট ভার্সন নিয়ে এল কোম্পানি।
9/9
টয়ো হাইরাইডার ও এই গাড়িকে একই প্লাটফর্মে বানিয়েছে টয়োটা ও মারুতি। গাঁটছড়া বেঁধে তৈরি করা হয়েছে এই গাড়ি।
Sponsored Links by Taboola