Maruti Baleno facelift: ফেসলিফ্ট বলা হলেও বদল হয়নি সেভাবে, দেখে নিন কেমন দেখতে নতুন বালেনো
Baleno-র দাম শুরু হচ্ছে 6.35 লক্ষ টাকা থেকে। AMT সংস্করণটির দাম 7.69 লাখ টাকা। এটি প্রিমিয়াম হ্যাচব্যাকের জন্য সবচেয়ে বড় আপডেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন ব্যালেনোর সামনের দিকে বদলে দেওয়া হয়েছে গ্রিল। যেখানে বড় হেডল্যাম্প গাড়িতে সামান্য পরিবর্তন এনেছে। সামনের নতুন গ্রিলের নিচে দেওয়া হয়েছে সিলভার ফিনিশ। যেখানে বনেট-সহ সামনের বাম্পারেও আনা হয়েছে পরিবর্তন। সামনের হেডল্যাম্পগুলির সঙ্গে একটি নতুন LED DRL দিয়েছে কোম্পানি।
নতুন বালেনোতে একটি হেডস আপ ডিসপ্লে দেওয়া হয়েছে। যাতে 40 প্লাস বৈশিষ্ট্য-সহ কানেকটেড কার টেকনোলজি দিয়েছে কোম্পানি। যা এই গাড়ির বিভাগে প্রথম নিয়ে এল মারুতি।
গাড়ির পিছনের অংশে বড় টেল-ল্যাম্পের সেট ও একটি নতুন বাম্পার দেওয়া হয়েছে। যার ওপরে ক্রোমের প্লেট দিয়েছে কোম্পানি। অ্যালয় হুইলগুলিতে আপডেট করেছে মারুতি।
এখানেই শেষ নয়, এইচডি ডিসপ্লে সহ একটি নতুন স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি নতুন 9 ইঞ্চি টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট ও 360 ডিগ্রি ক্যামেরা, উন্নত অডিও সিস্টেম, অ্যালেক্সা ভয়েস ইন্টিগ্রেশন সহ আরও বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে।
কেবিনেও দেওয়া হয়েছে নতুন চেহারা। স্টিয়ারিং হুইলেও বদল এনেছে কোম্পানি। একটি বড় টাচস্ক্রিন ও সিলভার হাইলাইট/ব্ল্যাক থিমের সাথে নীল রঙের আরও প্রিমিয়াম গৃহসজ্জার সামগ্রী দেওয়া হয়েছে কেবিনে।
Baleno-তে রয়েছে একটি 1.2l পেট্রল ইঞ্জিন । এর সাথে এটি একটি AMT অটোমেটিক প্লাস একটি 5-স্পিড ম্যানুয়াল এর অপশন রয়েছে।
মারুতি গাড়ির প্রিমিয়াম চ্যানেল Nexa শোরুম থেকে পাওয়া যাবে। ইতিমধ্যে ডিলারদের কাছ পৌঁছে গিয়েছে মারুতি বালেনোর এই ফেসলিফ্টেড মডেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -