Maruti Suzuki Ertiga 2022: ৮,৩৫,০০০ থেকে দাম শুরু, দেখে নিন কী নতুন আছে মারুতি আরটিগা ২০২২-তে ?
2012 সালে তিন সারির গাড়ি হিসেবে ভারতে লঞ্চ করা হয়েছিল মারুতি আরটিগা। এক দশকে বহু ক্রেতার মন জয় করেছে এই গাড়ি। দেশের শীর্ষ-10 বিক্রি হওয়া গাড়ির তালিকায় নিয়মিত ছিল এই গাড়ির নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে এরটিগার সাত লাখ ইউনিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে। যেখানে কোম্পানি ফিটেড সিএনজি-র কারণে আরও বেশি বিক্রি বেড়েছে গাড়ির।
সাশ্রয়ী মূল্য, বড় কেবিন দেশের বাজারে বিক্রি বাড়িয়েছে এই MPV-র। নতুন গাড়িতেও সেই একই ফিচার বজায় রাখতে চলেছে কোম্পানি। পাশাপাশি আপডেট করা হয়েছে কিছু ফিচার ও নকশায়।
নতুন Ertiga-য় চারটি ট্রিম ও 11টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। VXi, ZXi ও ZXi+ এ তিনটি স্বয়ংক্রিয় অপশনে পাওয়া যাবে। যেখানে পাবেন দুটি CNG ভ্যারিয়েন্ট।
Maruti Suzuki Ertiga-র দাম LXi ভ্যারিয়েন্টের ক্ষেত্রে 8.35 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। এর AT ZXi-এর জন্য ক্রেতাকে দিতে হবে 12.79 লক্ষ টাকা৷ CNG সহ VXi-এর দাম রাখা হয়েছে 10.44 লক্ষ টাকা। তবে CNG সহ ZXI-এর দাম 11.54 লক্ষ টাকা রেখেছে কোম্পানি। এই সব মূল্যই গাড়ির এক্স শোরুম প্রাইস।
তবে সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িকে টেক্কা দিয়েছে কিয়া ক্যারেন্স। স্ট্যান্ডার্ড ভার্সনে ৬টি এয়ারব্যাগ রয়েছে গাড়িতে।
Maruti Suzuki Ertiga 2022 একটি উন্নত K-সিরিজ 1.5-লিটার ডুয়াল VVT ইঞ্জিনে চলে। যা এই MPV-র মাইলেজকে আরও উন্নত করতে টিউন করা হয়েছে। এটি একটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে পাবেন।
এই গাড়িতে পেট্রল ইঞ্জিন 136.8 hp শক্তি ও 75.8 নিউটন মিটার টর্ক জেনারেট করে। পাশাপাশি এতে দেওয়া হয়েছে সিএনজি মোড যা 121.5 এইচপি শক্তি ও 64.6 নিউটন মিটার পিক টর্ক তৈরি করে। কোম্পানির দাবি, এই গাড়ি পেট্রলে 20.51 kmpl ও CNG-তে 26.11 kmpl পর্যন্ত মাইলেজ দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -