Maruti Suzuki Grand Vitara: এসইউভি হয়েও লিটারে দেবে ২৮ কিমি, কেমন দেখতে মারুতির গ্র্যান্ড ভিটারা ?
ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা (Maruti Suzuki Grand Vitara)। টয়োটার আরবান ক্রজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি। ১১,০০০ টাকা দিয়ে বুক করা যাবে এই নতুন মডেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনে মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাশি তাকাউচি বলেন, গ্র্যান্ড ভিটারা একটি মাঝারি আকারের এসইউভি, যা নেক্সা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। মারুতি সুজুকির এই গাড়িতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন।''
তাকাউচির দাবি, মারুতির এই নতুন হাইব্রিড এসইউভির মাধ্যমে লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে। একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে এই এসইউভি ১২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
নতুন গ্র্যান্ড ভিটারা তার সেগমেন্টে সবচেয়ে বড় প্যানোরামিক সানরুফ পাবে। অন্যান্য এসইউভির তুলনায় যা একে এক ধাপ এগিয়ে রাখে। এর আগে ব্রেজাতে মারুতির প্রথম সানরুফ দেওয়া হয়েছে।
এটি মারুতির প্রথম এসইউভি যাতে প্যানোরামিক সানরুফ থাকবে। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে অল হুইল ড্রাইভের অপশন।
বিশ্বব্যাপী সুজুকির অল-গ্রিপ AWD সিস্টেম পাওয়া যায়। এবার গ্র্যান্ড ভিটারাতেও পাওয়া যাবে এই সুবিধা। এটি ড্যাশবোর্ডে ডায়ালের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। এর সাহায্যে বিভিন্ন মোড নির্বাচন করতে পারবেন চালক।
একই প্লাটফর্মে তৈরি হয়েছে টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার। কদিন আগেই বাজারে এসেছে এই গাড়ি। টয়োটার প্লান্টেই তৈরি হবে এই দুই গাড়ি।
গ্রান্ড ভিটারার প্যানারোমিক সানরুফ পিছনে অনেকটাই সরে যায়। যা এই বিভাগের অনেক গাড়িরে থেকে বেশি খোলা পরিবেস দেবে গাড়ির ভিতর।
গাড়িতে বরফ, স্পোর্ট ও অটো মোডের মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী চার চাকায় শক্তি পাঠাবে ইঞ্জিন। অফ-রোডিংয়ের সময় টায়ারগুলিও লক করা যেতে পারে এই সিস্টেমে। গ্র্যান্ড ভিটারা একটি ৩৬০-ডিগ্রি পার্কিং ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ সহ একটি ৯-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন পেয়েছে।
এখনও গাড়ির সুরক্ষা রেটিংয়ের জন্য পাঠায়নি কোম্পানি। তাই মারুতির এই গাড়ি যাত্রী সুরক্ষায় কতটা এগিয়ে তা এখনও জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -