Maruti Suzuki Recalls: মারুতির বহু মডেলে ত্রুটি, ১৭,৩৬২টি গাড়ি ফেরাচ্ছে কোম্পানি, এগুলি রয়েছে তালিকায়
দুর্ঘটনার মুখে পড়লে মৃত্যু নিশ্চিত ! মারুতি সুজুকির (Maruti Suzuki) এই গাড়িগুলি চালালে বিপদের সম্মুখীন হবেন আপনি। আগাম বিপদ সঙ্কেত পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি কিছু গাড়ির সমস্যা নিয়ে ক্রেতাদের কাছে বার্তা পাঠিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। কোম্পানি জানিয়েছে, বেশকিছু মডেলে ত্রুটি থাকায় ক্রেতাদের থেকে গাড়ি ফেরত চাওয়া হয়েছে।
যান্ত্রিক গোলযোগ সারিয়ে তবেই গাড়িগুলি ক্রেতাদের কাছে পুনরায় পাঠানো হবে। এমনকী এর জন্য কোনও পরিষেবা মূল্য দাবি করবে না কোম্পানি।
মারুতি সুজুকি ভারতে ১৭,৩৬২টি গাড়ি ফেরত চেয়ে পাঠিয়েছে। যার মধ্যে রয়েছে Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno,Grand Vitara-র নাম।
কোম্পানি জানিয়েছে, ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ কন্ট্রোলারগুলি বদলানোর জন্য মারুতির মডেলগুলি ফেরতে চেয়ে পাঠানো হয়েছে। নির্দিষ্ট গাড়িগুলিতে ত্রুটিযুক্ত এয়ারব্যাগ কন্ট্রোলার রয়েছে। দুর্ঘটনার সময় এটয়ারব্যাগ ও সিট-বেল্ট প্রি-টেনশনে সমস্যা সৃষ্টি করতে পারে।
তাই আগেভাগেই গাড়িগুলি চেয়ে পাঠানো হচ্ছে। প্রয়োজনে বিনামূল্যে এই ত্রুটি সংশোধন করে দেবে কোম্পানি। মারুতি জানিয়েছে, এই এয়ারব্যাগের ত্রুটিযুক্ত ইউনিটগুলি ৮ ডিসেম্বর ২০২২ থেকে ১২ জানুয়ারি ২০২৩ এর মধ্যে তৈরি করা হয়েছিল।
গাড়ির এই ত্রুটি নিয়ে ক্রেতাদের কাছে সতর্কবার্তা দিয়েছে দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। মারুতি বলেছে, সন্দেহজনক এই গাড়ির যন্ত্রাংশ না বদলানো পর্যন্ত গাড়ি চালানো উচিত নয়।
যাঁরা ইতিমধ্যেই এই গাড়িগুলির ত্রুটির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের কাছে Maruti Suzuki অনুমোদিত ওয়ার্কশপ থেকে যোগাযোগ করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -