Maruti Suzuki Recalls: মারুতির বহু মডেলে ত্রুটি, ১৭,৩৬২টি গাড়ি ফেরাচ্ছে কোম্পানি, এগুলি রয়েছে তালিকায়

Maruti Suzuki India: দুর্ঘটনার মুখে পড়লে মৃত্যু নিশ্চিত ! মারুতি সুজুকির (Maruti Suzuki) এই গাড়িগুলি চালালে বিপদের সম্মুখীন হবেন আপনি।

Maruti brezza

1/8
দুর্ঘটনার মুখে পড়লে মৃত্যু নিশ্চিত ! মারুতি সুজুকির (Maruti Suzuki) এই গাড়িগুলি চালালে বিপদের সম্মুখীন হবেন আপনি। আগাম বিপদ সঙ্কেত পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে কোম্পানি।
2/8
সম্প্রতি কিছু গাড়ির সমস্যা নিয়ে ক্রেতাদের কাছে বার্তা পাঠিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। কোম্পানি জানিয়েছে, বেশকিছু মডেলে ত্রুটি থাকায় ক্রেতাদের থেকে গাড়ি ফেরত চাওয়া হয়েছে।
3/8
যান্ত্রিক গোলযোগ সারিয়ে তবেই গাড়িগুলি ক্রেতাদের কাছে পুনরায় পাঠানো হবে। এমনকী এর জন্য কোনও পরিষেবা মূল্য দাবি করবে না কোম্পানি।
4/8
মারুতি সুজুকি ভারতে ১৭,৩৬২টি গাড়ি ফেরত চেয়ে পাঠিয়েছে। যার মধ্যে রয়েছে Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno,Grand Vitara-র নাম।
5/8
কোম্পানি জানিয়েছে, ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ কন্ট্রোলারগুলি বদলানোর জন্য মারুতির মডেলগুলি ফেরতে চেয়ে পাঠানো হয়েছে। নির্দিষ্ট গাড়িগুলিতে ত্রুটিযুক্ত এয়ারব্যাগ কন্ট্রোলার রয়েছে। দুর্ঘটনার সময় এটয়ারব্যাগ ও সিট-বেল্ট প্রি-টেনশনে সমস্যা সৃষ্টি করতে পারে।
6/8
তাই আগেভাগেই গাড়িগুলি চেয়ে পাঠানো হচ্ছে। প্রয়োজনে বিনামূল্যে এই ত্রুটি সংশোধন করে দেবে কোম্পানি। মারুতি জানিয়েছে, এই এয়ারব্যাগের ত্রুটিযুক্ত ইউনিটগুলি ৮ ডিসেম্বর ২০২২ থেকে ১২ জানুয়ারি ২০২৩ এর মধ্যে তৈরি করা হয়েছিল।
7/8
গাড়ির এই ত্রুটি নিয়ে ক্রেতাদের কাছে সতর্কবার্তা দিয়েছে দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। মারুতি বলেছে, সন্দেহজনক এই গাড়ির যন্ত্রাংশ না বদলানো পর্যন্ত গাড়ি চালানো উচিত নয়।
8/8
যাঁরা ইতিমধ্যেই এই গাড়িগুলির ত্রুটির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের কাছে Maruti Suzuki অনুমোদিত ওয়ার্কশপ থেকে যোগাযোগ করা হবে।
Sponsored Links by Taboola