Mercedes-Maybach S-Class: চোখধাঁধানো ফিচারে নজরকাড়া মার্সিডিজের নয়া মডেল
ভারতের গাড়ি বাজারে মার্সিডিজ মেইবাখ এস ক্লাস (Mercedes-Maybach S-Class)। মার্সিডিজের এস ক্লাসের তুলনায় আরও কয়েকধাপ এগিয়ে বিলাসবহুল এই সেডান। দৈর্ঘ্যে S-class-এর থেকেও ১৮ সেন্টিমিটার বড়। চাকার আয়তন ১৯ ইঞ্চি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রোমড ফিন (chromed fin) এবং রেডিয়েটর গ্রিলে সেজেছে মার্সিডিজ মেইবাখ। গাড়ির দরজাও নজরকাড়া। ব্র্যান্ড লোগোর অবস্থানও নডর কাড়বে যে কারও।
জায়গার কোনও কমতি নেই বিলাসবহুল এই গাড়িটিতে। পিছনের আসনে বিশাল জায়গায়। আসনে রয়েছে মাসাজের সুবিধা। পায়ে (calf-rest), ঘাড়ে মাসাজের সুবিধে রয়েছে। গাড়ির ভিতরে আলোর তীব্রতা প্রয়োজনমতো পাল্টাতে পারবেন যাত্রীরা। ইচ্ছে হলে light spot position-ও বদল করা যাবে।
যাত্রীদের সুবিধার জন্য road noise cancellation-এর উপর জোর দেওয়া হচ্ছে। রাস্তায় আওয়াজ যাতে গাড়ির ভিতরে না ঢোকে, তার জন্যই এই ব্য়বস্থা।
দরজা নিয়েও রয়েছে দারুণ ফিচার। গাড়ির পিছনের দরজা (rear door) চালকের আসন থেকে বৈদ্যুতিন ভাবে পরিচালিত করা যায়। এছাড়াও পিছনের আসনে বসা যাত্রী হাতের ইশারায় গাড়ির দরজা বন্ধ করতে বা খুলতে পারবেন। পিছনের আসনে হেডরেস্ট যাত্রীর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হবে।
নিরাপত্তার দিকেও কড়া নজর দেওয়া হয়েছে। এভাসিভ স্টিয়ারিং অ্যাসিস্ট (Steering Assist) এবং অ্যাক্টিভ ব্রেক অ্যাসিস্ট রয়েছে। এছাড়াও Mercedes-Maybach S-Class-এর থাকছে ১৩টি এয়ারব্যাগ।
ড্যাশবোর্ড মোটামুটি S-Class-এর মতোই রয়েছে। তবে আরও বেশি বিলাসবহুল। রয়েছে প্যানোরামিক সানরুফ, পিছনের আসনের যাত্রীদের বিনোদনের জন্য স্ক্রিন, এবং ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা।
২ রকম ইঞ্জিনের অপশন রয়েছে এখানে। একটি S580 4MATIC, অন্যটি S680 4MATIC। এই ভ্যারিয়েন্টের ইঞ্জিনের ক্ষমতা আরও বেশি।
Mercedes-Maybach S-Class 680-এর ভারতের বাজারে এক্স শোরুম প্রাইস ৩ কোটি ২০ লক্ষ টাকা। অন্যদিকে Maybach S-Class 580 4MATIC-এর দাম ২ কোটি ৫০ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -