Minimum Balance: সেভিংস অ্যাকাউন্টে টাকা না রাখলেও জরিমানা কাটবে না এই ৫ ব্যাঙ্কে, বড় সুবিধে গ্রাহকদের

Minimum Balance Penalty Charge Withdrawn: সরকারি বেশ কিছু ব্যাঙ্কে এবার এই মিনিমাম ব্যালান্সের জন্য জরিমানার নিয়ম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কোন কোন ব্যাঙ্কে পাবেন সুবিধে ?

1/8
সাধারণত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা রেখে দিতে হয় সবসময় বা মাসিক ব্যালান্সে এই টাকাটা বজায় রাখতে হয়।
2/8
একেই বলে মিনিমাম ব্যালান্স। এই টাকা না রাখলে একেক ব্যাঙ্কে একেক রকম হারে জরিমানা ধার্য করে গ্রাহকদের থেকে।
3/8
সরকারি বেশ কিছু ব্যাঙ্কে এবার এই মিনিমাম ব্যালান্সের জন্য জরিমানার নিয়ম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
4/8
এদের মধ্যে প্রথমে রয়েছে কানারা ব্যাঙ্ক। এই ব্যাঙ্কেই সবার আগে এই নিয়ম তুলে নেওয়া হয়। মে মাসে এই নিয়ম বদলানো হয়েছে।
5/8
তারপরে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানারা ব্যাঙ্কের পরে এই দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য কোনও চার্জ কাটা হয় না।
6/8
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের জন্যও এই মিনিমাম ব্যালান্স সংক্রান্ত নিয়ম কার্যকর হয়েছে জুলাই মাস থেকে।
7/8
তবে এর অনেক আগে থেকেই ২০২০ সাল থেকে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI-তে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে।
8/8
সবশেষে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই নিয়ম সম্প্রতি কার্যকর হয়েছে। এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে টাকা না রাখলেও কোনও জরিমানা কাটবে না।
Sponsored Links by Taboola