Cyber Fraud: সাবধান ! মিসড কল পেলেই কল ব্যাক করেন ? বড় প্রতারণার শিকার হতে পারেন আপনি

Missed Call Fraud: দেশজুড়ে প্রতারণাচক্র বৃদ্ধি পেতেই এবার গ্রাহকদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই বিষয়ে একটি পরামর্শবার্তা দিয়েছে কোম্পানি। এতে বলা হয়েছে, লোকজন এখন ইন্টারন্যাশনাল নম্বর থেকে মিসড কল পাচ্ছে। এই নম্বরগুলিতে কল ব্যাক করার সঙ্গে সঙ্গে তারা প্রতারণার শিকার হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গত কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন প্রতরাণার খবর পাচ্ছি। মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছেন। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি জালিয়াতিচক্র। প্রতারকরা মিসড কল দিয়ে মানুষকে প্রতারিত করছে। একবার মিসড কল নম্বরে কল ব্যাক করলেই বাড়বে সমস্যা।

এই প্রতারণায় আপনাকে প্রতারকরা একটি মিস কল দেবে। এই নম্বরে কল ব্যাক করলেই প্রতারিত হবেন। আসলে, স্ক্যামাররা আপনাকে একটি আন্তর্জাতিক নম্বর থেকে খুবই কম সেকেন্ডের জন্য কল করে। যা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই তুলতে পারবেন না। এরপরই ভুল করবেন আপনি।
সম্প্রতি, টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এই বিষয়ে একটি অ্যাডভাইজরি জারি করেছে। যেখানে এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে 'প্রিমিয়াম রেট সার্ভিস ক্যাম্প'। এতে সাইবার অপরাধীরা আন্তর্জাতিক নম্বর থেকে একটি মিসড কল করে।
একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি মিসড কল পাওয়ার পরে কেউ যখন এই নম্বরগুলিতে আবার কল করে, তখন তাকে এর জন্য খুব বেশি চার্জ দিতে হয়। তাই বিশেষ করে এই জালিয়াতি থেকে দূরে থাকতে হবে। প্রিমিয়াম রেট সার্ভিস কেলেঙ্কারিতে কীভাবে প্রতারণা হয় তা জেনে নিন৷
প্রিমিয়াম রেট পরিষেবা আসলে এমন একটি পরিষেবা যা টেলিকম সংস্থাগুলি নির্দিষ্ট নম্বরগুলিতে সরবরাহ করে। এই নম্বরগুলিতে কল করার পরে ব্যবহারকারীদের বেশি টাকা দিতে হয়। এতে কল চার্জের কিছু অংশ সিম অপারেটর কোম্পানির কাছে যায় এবং বাকি অংশ কল রিসিভারের অ্যাকাউন্টে যায়।
ধরুন আপনি একটি পোস্টপেইড নম্বর ব্যবহার করছেন। আপনি একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি কল পেলেন ও ঐ নম্বরে কল ব্যাক করলেন। এই ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হতে পারে। 1 মিনিটের জন্য 100। আপনি তখন তা জানতে পারবেন না। কিন্তু বিল এলেই সেই কেলেঙ্কারির কথা জানতে পারবেন।
যদি আপনি একটি আন্তর্জাতিক নম্বর থেকে এই ধরনের কোনও কল পান, তাহলে আপনার কল ব্যাক করা উচিত নয়। প্রতিটি দেশের নিজস্ব একটি কোড আছে। ভারতের যেমন +91, পাকিস্তানের জন্য এটি +92। আপনি যদি একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি মিসড কল পান তবে আপনাকে অবশ্যই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -