স্মার্টফোনে লাগে কত টাকার বিমা, চুরি গেলে কত পাবেন ?
মোবাইল চুরি বা হারানোর আগেই আপনার ফোনের বিমা করা উচিত। যদি কোনও কারণে এটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তবে আপনার খুব বেশি ক্ষতি হবে না। বাড়ি, গাড়ি, জীবনের পাশাপাশি মোবাইলেরও ইন্স্যুরেন্স আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেনে নিন কত টাকায় আপনার স্মার্টফোনের বিমা হবে। বাজেট স্মার্টফোন হোক বা প্রিমিয়াম স্মার্টফোন, হারিয়ে গেলে বা ক্ষতি হলে কত টাকা পাবেন আপনি।
আপনি যখনই একটি নতুন স্মার্টফোন কিনবেন, তখন ৫ দিনের মধ্যে আপনাকে স্মার্টফোনের জন্য বিমা কিনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বিমা কোম্পানিগুলি স্মার্টফোনে ১ বছরের ফোনের বিমা অফার করে।
আপনি যদি এর চেয়ে বেশি সময়ের জন্য বিমা চান, তবে আপনাকে দুর্ঘটনার ক্ষেত্রে ওয়ারেন্টি দেওয়া হয়। আপনি সহজেই অনলাইন বা অফলাইন যেকোনও জায়গা থেকে স্মার্টফোনের জন্য বিমা নিতে পারেন।
মোবাইল ফোনের বিমার পরিমাণ কত হবে তা নির্ভর করে তার খরচের ওপর। যদি আপনার স্মার্টফোনের মূল্য ১ লাখ টাকা হয়, তাহলে এর প্রিমিয়ামও বেশি হবে। আপনি সেই অনুযায়ী বিমা মূল্য পাবেন।
অন্যদিকে, যদি আপনার মোবাইল ফোনের দাম হয় ৬০০০ থেকে ১০০০০ টাকা হয় তাহলে আপনার প্রিমিয়াম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে হতে পারে৷ সহজ ভাষায়, আপনার বোঝা উচিত যে মোবাইল ফোনের বিমা তার খরচের উপর নির্ভর করে।
ধরুন আপনার স্মার্টফোনের দাম যদি ১০০০০ টাকা হয় ও এটি ২ বছর পরে চুরি হয়ে যায়, তাহলে আপনি ইনস্যুরেন্স ক্লেইম পেতে পারবেন। সেই ক্ষেত্রে দাবি হিসাবে ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা পেতে পারেন আপনি।
সেই ক্ষেত্রে মোবাইল ফোনের দাম অনুযায়ী বিমার পরিমাণও পরিবর্তিত হতে পারে। অন্যদিকে,আপনি যদি দুর্ঘটনাজনিত দাবি নেন, তবে এটি আপনার মোবাইল ফোনটি কতটা খারাপ বা ভেঙে গেছে তার উপরও নির্ভর করে।
একটি মোবাইল ফোনের বিমার ক্লেইম করা খুব সহজ। যদি আপনার স্মার্টফোন চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে বিমা কোম্পানিতে ফোন করে জানাতে হবে।
চুরির ক্ষেত্রে, আপনাকে এফআইআর-এর একটি কপি কোম্পানিকে দিতে হবে। সব বিষয় যাচাই করার পরে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইনস্যুরেন্স ক্লেমের টাকা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -