Mobile Recharge Plans: বছরের জন্য কোন মোবাইল রিচার্জ প্ল্যান ভাল ? রইল BSNL-এর সঙ্গে অন্যদের তুলনা
তুলনামূলক আলোচলায় কোন প্ল্যান দিচ্ছে বেশি লাভ ? দীর্ঘ মেয়াদে গ্রাহকদের পরিষেবা দিতে এই রিচার্জ প্ল্যান (Tariff Plans) এনেছে বিএসএনএল (BSNL), রিলায়েন্স জিও (Reliance Jio) , এয়ারটেল (Airtel) ও ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। জেনে নিন, কোনটা আপনার জন্য বেশি লাভজনক হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাম্প্রতিক মূল্য বৃদ্ধির পরে অনেক ব্যবহারকারী পুরনো কোম্পানি ছেড়ে নতুন পোর্ট করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর তর্ক বিতর্ক তৈরি হয়েছে। অপেক্ষাকৃত কম খরচের প্ল্যানের জন্য এবার অনেকেই সরকারি কোম্পানির দিকে ঝুঁকছে।
দীর্ঘমেয়াদি এই বার্ষিক পরিকল্পনার মধ্যে আপনার জন্য কোনটি ভাল তা দেখে নিন। আমরা কোনও প্ল্যানের গুণমান সম্পর্কে গ্রাহকদের পরামর্শ দিই না। কোনও প্ল্যান বাছার আগে নিজে সবের মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নিন।
বিএসএনএল 2395 টাকার প্ল্যান মেয়াদ: 395 দিন ডেটা: 2GB/দিন ভয়েস: আনলিমিটেড SMS: 100 SMS/দিন
যেকোনও বার্ষিক পরিকল্পনার চেয়ে প্রায় এক মাস বেশি প্ল্যান দিচ্ছে BSNL । রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের তুলনায় ডেটা প্ল্যান অনেক সস্তা এখানে। তবে কানেকশনের দিকে থেকে Jio এবং Airtel-এর থেকে পিছিয়ে কোম্পানি। কারণ BSNL এর 3G এবং 4G গতির তুলনায় 5G গতি অফার করে অন্য কোম্পানিগুলি।
রিলায়েন্স জিওর 3599 টাকার প্ল্যান মেয়াদ: 365 দিন ডেটা: 2.5GB/দিন ভয়েস: আনলিমিটেড SMS: 100 SMS/দিন
জিও একটি বার্ষিক প্ল্যান অফার করে যা প্রতিদিন 2GB ডেটা দেয়। পরিবর্তে, এয়ারটেলের মতো একই মূল্যে কোম্পানি প্রতিদিন 0.5 জিবি অতিরিক্ত ডেটা অফার করছে। Airtel প্ল্যানের মতো, Reliance Jio প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা বা তার বেশি অফার আনলিমিটেড 5G ডেটা দেয়।
এয়ারটেলের 3599 টাকার প্ল্যান মেয়াদ: 365 দিন ডেটা: 2GB/দিন ভয়েস: আনলিমিটেড SMS: 100 SMS/দিন
তুলনা করলে BSNL এর তুলনায় এয়ারটেল অনেক বেশি ব্যয়বহুল। এয়ারটেল প্ল্যানটি বিএসএনএলের তুলনায় প্রায় 50 শতাংশ বেশি ব্যয়বহুল। তবে, 5G নেটওয়ার্ক কভারেজের মতো কিছু সুবিধা রয়েছে। Airtel সেই সমস্ত প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G অফার করে যা প্রতিদিন 2GB বা তার বেশি ডেটা অফার করে। এটি ব্যবহারকারীকে একটি বিশাল সুবিধা দেয়। যদি তারা 5G কানেক্টিভিটি এলাকায় থাকেন তাহলে তারা এই সুবিধা পাবেন।
Vodafone Idea 3699 টাকার প্ল্যান মেয়াদ: 365 দিন ডেটা: 2GB/দিন ভয়েস: আনলিমিটেড SMS: 100 SMS/দিন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -