Savings Account: সেভিংস অ্যাকাউন্টেও জমছে না টাকা! কী ভুল হচ্ছে? কেন থাকছে না টাকা?
সঞ্চয়ী হিসাবের ভুলগুলি বড় ক্ষতি ডেকে আনতে পারে। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কিছু অভ্যাস ত্যাগ করুন। অন্যথায়, ক্ষতি হতে পারে।
Continues below advertisement
কেন থাকছে না টাকা?
Continues below advertisement
1/6
সঞ্চয় অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স রাখার নিয়ম অনেকেই মেনে চলেন না। কিন্তু এটাতেই সবচেয়ে বেশি চার্জ কাটে। যদি ব্যাঙ্কের সর্বনিম্ন ব্যালেন্স মেনটেইন না হয়, তাহলে প্রতি মাসে জরিমানা আপনার সঞ্চয় ধীরে ধীরে শেষ করে দেয়। ভাল হয় যদি ব্যালেন্স অ্যালার্ট চালু রাখা এবং অ্যাকাউন্ট খালি না রাখা।
2/6
বহু বছর ধরে একই সেভিংস অ্যাকাউন্ট আপডেট না করাও একটি বড় ভুল। কেওয়াইসি আপডেট না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হতে পারে। অনেক সময় টাকা পাঠাতে, তুলতে বা কার্ড ব্যবহার করতে সমস্যা হতে শুরু করে। বছরে একবার কেওয়াইসি এবং বেসিক আপডেট অবশ্যই করে নেওয়া উচিত।
3/6
অনেকেই ATM কার্ড, পাসবুক, চেকবুক বা নেট ব্যাঙ্কিংয়ের তথ্য অত্যন্ত অসাবধানতার সঙ্গে সামলায়। পাসওয়ার্ড লিখে রাখা বা কারও সঙ্গে শেয়ার করাটা খুবই ঝুঁকিপূর্ণ। আজকাল প্রতারণা বেড়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা হালকাভাবে নেওয়া ঠিক নয়।
4/6
কোনও কিছু না ভেবে সব জায়গায় ডেবিট কার্ড ব্যবহার করাও খারাপ অভ্যাস। সন্দেহজনক সাইট, অসুরক্ষিত ওয়াইফাই অথবা এলোমেলো পেমেন্ট পেজে কার্ড ব্যবহার করা ঝুঁকি বাড়ায়। প্রয়োজন হলে, UPI বা ক্রেডিট কার্ড বেশি নিরাপদ বিকল্প।
5/6
অনেকেই তাদের সেভিংস অ্যাকাউন্টে অযাচিত অটো-ডেবিট বা পুরনো সাবস্ক্রিপশন রেখে যান। এতে ধীরে ধীরে ব্যালেন্স কমে যায় এবং আপনি টেরও পান না। মাসে একবার স্টেটমেন্ট পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এর ফলে অনাকাঙ্ক্ষিত খরচগুলি চিহ্নিত করা এবং তাৎক্ষণিকভাবে বন্ধ করা গুরুত্বপূর্ণ।
Continues below advertisement
6/6
যদি আপনি বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট চালান, তাহলে সেগুলোকে পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে ব্যাংক ডরমেন্ট ঘোষণা করে, যার ফলে ভবিষ্যতে সেগুলোকে পুনরায় সক্রিয় করার ঝামেলা বাড়ে। ভালো হয়, প্রয়োজনের ভিত্তিতে কম অ্যাকাউন্ট রাখুন এবং বাকিগুলো বন্ধ করে দিন।
Published at : 27 Nov 2025 02:56 PM (IST)