Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Muhurat Trading: মুহুরত ট্রেডিংয়ে ধনলক্ষ্মীর বর্ষা, আশীর্বাদ পেতে পৌঁছলেন 'সিঙ্ঘম'
মাত্র এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের বেশি ওপরে উঠল সেনসেক্স, নিফটি। মুহুরত ট্রেডিংয়ের শেষে সবুজে বন্ধ হল ভারতের শেয়ার বাজার। ধনলক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে শুভ মুহূর্তে এদিন পছন্দের স্টকে বিনিয়োগ করলেন আমানতকারীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন বাজার শুরু সময় ১ শতাংশের বেশি উঠে গেলেও পরে অনেকটাই নেমে আসে বাজার। তবে কাকতালীয়ভাবে সেনসেক্স, নিফটি দুটোই ০.৮৮ শতাংশ বেড়ে বন্ধ হয়।
সন্ধ্যের শেষে নিফটি ১৭,৭৩০.৭৫ পয়েন্ট ও সেনসেক্স বন্ধ হয় ৫৯,৮৩১.৬৬ পয়েন্টে। তবে কিছু শেয়ার যেমন দীপক নাইট্রেট, ইউবিএল ছাড়াও কোটাক ব্যাঙ্ক, এসবিআই কার্ড লালে বন্ধ হয় আজও। স্বাভাবিকভাবেই যা আগামীকালের মার্কেটের জন্য খুব একটা শুভ লক্ষণ নয়।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ BSE-তে দৃশ্য ২ -এর প্রচারে পৌঁছন অজয় দেবগন। বম্বে স্টক এক্সচেঞ্জে দেখা যায় তাকে। মুহুরতের ফার্সট বেলও বাজান তিনি।
দীপাবলির সন্ধ্যের মুহুরত ট্রেডিংয়ে দুর্দান্ত শুরু করল বুলরা। আশামতোই নিফটি, সেনসেক্সে বড় গতি দেখা গিয়েছে। বড় স্টক বলতে একমাত্র রিলায়েন্স প্রি -ওপেনিং শেষে লালে ট্রেড করেছে। যদিও পরবর্তীকালে সবার জন্য বাজার খুলতেই ফের গতি ধরে এই স্টক।
আজ দীপাবলিতে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী হন বিনিয়োগকারীরা। বাজারের আমানতকারীরা মনে করেন, এই বিশেষ দিনে বিনিয়োগ করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়।
তাই দীপাবলিতে ছুটির দিনেও সন্ধ্যেবেলায় নিয়ম ভেঙে খোলে বাজার। বিশেষ মুরুর্তের জন্য স্টকে বিনিয়োগ করেন ইনভেস্টাররা। এই সময়কেই মুহুরত ট্রেডিং বলে।
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারওয়াড়িরা তাদের পুরনো বহিখাতা বা হালখাতা বন্ধ করে নতুন লেজার তৈরি করেন। বহিখাতার ওপর স্বস্তিকা চিহ্ণ দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা।
এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়। এবার সমবতের বছর ২০৪৯। দালাল স্ট্রিটে এইদিন বেশি অস্থিরতা দেখা যায় না। বেশিরভাগ সময়টাই সবুজে যাত্রা করে স্টক মার্কেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -