Multibagger Stock: ১ মাসেই ৯০ শতাংশ রিটার্ন এইসব স্টকে, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
বেশ কিছুদিন ধরেই ক্রমেই বেড়ে চলেছে প্রতিরক্ষা খাতের স্টকগুলির দাম। বাজেটের আগে এই সব স্টকের দাম ঊর্ধ্বমুখী। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিগত এক মাসে এই সব স্টকে বিনিয়োগকারীদের সম্পদ ২ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে। কোন কোন স্টক এই তালিকায় ? ছবি- ফ্রিপিক
বিগত এক মাসে এমন কিছু কিছু স্টক আছে যেগুলির দাম ৯০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সেরা ১০ ডিফেন্স স্টকের বাজার মূলধন বেড়েছে ১.৭৬ লক্ষ কোটি টাকা। ছবি- ফ্রিপিক
এই র্যালিতে সবথেকে বেশি মুনাফা যে সব স্টকে এসেছে, তাদের মধ্যে রয়েছে GRSE এবং মাজগাঁও ডকের শেয়ার। ছবি- ফ্রিপিক
এই দুটি স্টকের দাম যথাক্রমে ৯০ শতাংশ এবং ৭৩ শতাংশ বেড়েছে এক মাসের মধ্যেই। অর্থাৎ এক মাসেই মাল্টিব্যাগার রিটার্ন। ছবি- ফ্রিপিক
অন্যান্য স্টকের মধ্যে Paras Defense-এর শেয়ারের দাম বেড়েছে ৬৩ শতাংশ, এই তিনটি স্টকের দামই এক মাসে ৫০ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। ছবি- ফ্রিপিক
তালিকা এখনও শেষ হয়নি। ৪৯ শতাংশ রিটার্ন দিয়েছে প্রতিরক্ষা খাতের কোচিন শিপইয়ার্ডের স্টক। ছবি- ফ্রিপিক
অন্যদিকে BEML এবং ডেটা প্যাটার্নস ইন্ডিয়ার শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ২৮ শতাংশ ও ২৩ শতাংশ। ছবি- ফ্রিপিক
ভারত ডায়নামিক্সের শেয়ারে এসেছে ১৭ শতাংশ মুনাফা। ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্তান এয়ারোনটিক্সের শেয়ার বেড়েছে ১৭ ও ১৫ শতাংশ যথাক্রমে। ছবি- ফ্রিপিক
ডিসক্লেমার: ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -