Multibagger Stock: ১ মাসেই ১১ শতাংশের মুনাফা এই স্টকে, আপনার বিনিয়োগ ছিল ?

Stock Market: বিগত এক বছরের হিসেবে এই স্টকের দাম ২৪০ শতাংশ বেড়ে গিয়েছে। আর ৫ বছরের মধ্যে এই স্টক থেকেই বিনিয়োগকারীরা প্রায় ২৬,৫০০ শতাংশ মুনাফা ঘরে তুলেছেন। এটি একটি মাল্টিব্যাগার স্টক।

এই স্টকে এসেছে বিপুল মুনাফা

1/10
শেয়ার মার্কেটে এমন অনেক স্টক আছে যেগুলি খুব কম সময়ের মধ্যে বিপুল মুনাফা এনে দিয়েছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
2/10
এমন সব স্টক যারা বিনিয়োগকে দ্বিগুণ, তিনগুণ করে দিয়েছে, তাদের বলা হয় মাল্টিব্যাগার স্টক। ছবি- ফ্রিপিক
3/10
এমনই একটি মাল্টিব্যাগার স্টকের দাম বিগত এক মাসেই বেড়েছে ১০.৮৫ শতাংশ, ৬ মাসে বেড়েছে ১৬.১৫ শতাংশ রিটার্ন। ছবি- ফ্রিপিক
4/10
বিগত এক বছরের হিসেবে এই স্টকের দাম ২৪০ শতাংশ বেড়ে গিয়েছে। এই সংস্থার নাম হাজুর মাল্টি প্রজেক্টস। ছবি- ফ্রিপিক
5/10
আর ৫ বছরের হিসেব দেখলে চমকে যেতে হয়। এই সংস্থার শেয়ারে ৫ বছরে মোট ২৬,৮০৫ শতাংশ রিটার্ন মিলেছে। ছবি- ফ্রিপিক
6/10
এক বছরেই এই একটি স্টকে বিনিয়োগ করে কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে শুক্রবারেও দাম বেড়েছে স্টকের। ছবি- ফ্রিপিক
7/10
হাজুর মাল্টি প্রজেক্টসের স্টকের দাম গত সপ্তাহে শুক্রবার বেড়েছে ৫ শতাংশ। আপার সার্কিটেই ছিল এই স্টক। ছবি- ফ্রিপিক
8/10
এখন এই সংস্থার পক্ষ থেকে ১:১০ অনুপাতে স্টক স্প্লিটের কথা ঘোষণা করা হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের জন্য আরও সুখবর। ছবি- ফ্রিপিক
9/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Sponsored Links by Taboola