Multibagger Stock: ৫ বছরে ২৮০ শতাংশ মুনাফা দিয়েছে এই স্টক, কেনা ছিল ?

TVS Electronics Share: এমনই একটি স্টকে ৫ বছরেই মিলেছে ২৮০ শতাংশ রিটার্ন। অর্থাৎ বিনিয়োগকারীর টাকা ৫ বছরে প্রায় ৩ গুণ হয়ে গিয়েছে। সংস্থার নাম টিভিএস ইলেকট্রনিক্স। আপনার কেনা ছিল এই স্টক ?

টিভিএসের এই স্টক থেকেই এসেছে মাল্টিব্যাগার রিটার্ন

1/10
বাজারে মাল্টিব্যাগার স্টক সকলেই যে সহজে পেয়ে যান, এমন নয়। কিছু কিছু স্টক সময়ের সঙ্গে সঙ্গে বিপুল হারে রিটার্ন এনে দেয়। ছবি- ফ্রিপিক
2/10
আগে থেকে সেভাবে বোঝা শক্ত কোন স্টক মাল্টিব্যাগার রিটার্ন দেবে, কোন স্টকে কম সময়েই আসবে বিপুল মুনাফা। ছবি- ফ্রিপিক
3/10
এমনই একটি স্টকে ৫ বছরেই মিলেছে ২৮০ শতাংশ রিটার্ন। অর্থাৎ বিনিয়োগকারীর টাকা ৫ বছরে প্রায় ৩ গুণ হয়ে গিয়েছে। ছবি- ফ্রিপিক
4/10
টিভিএস গ্রুপের এই একটি শেয়ার থেকেই ৫ বছরের মেয়াদে বিনিয়োগকারীদের দারুণ মুনাফা হয়েছে। ছবি- ফ্রিপিক
5/10
গত শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে টিভিএস গ্রুপের এই টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেড়েছে ৫ শতাংশ। ছবি- ফ্রিপিক
6/10
আর বিগত ৫ দিনে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ার থেকে ২৪ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ছবি- ফ্রিপিক
7/10
এক মাসের হিসেব ধরলে এই একটি স্টক থেকেই ২২ শতাংশ রিটার্ন এসেছে। পকেট ভরেছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
8/10
৬ মাসে রিটার্ন দিয়েছে ৩৭ শতাংশ। তবে এক বছরের হিসেবে এই স্টকে সেভাবে ভাল রিটার্ন আসেনি। ছবি- ফ্রিপিক
9/10
বিগত ১ বছরে যেখানে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারে ২৩ শতাংশ রিটার্ন এসেছে, সেখানে ৫ বছরে এই স্টক দিয়েছে ২৮১ শতাংশ রিটার্ন। ছবি- ফ্রিপিক
10/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Sponsored Links by Taboola