Multibagger Stocks: ৫ বছরে ১ লাখ থেকে ১৮ লাখ পেতেন, বিপুল মুনাফা এই স্টকে
মাল্টিব্যাগার স্টক নিয়েই চর্চায় থাকেন বিনিয়োগকারীরা। এমন কোনও স্টক খুঁজে পেলে খুব সহজেই কম সময়ে মুনাফার সুযোগ মেলে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ধরনের স্টকের দাম কম হলেও এতে বৃদ্ধি আসে খুব দ্রুত। সাধারণ স্মলক্যাপ গোত্রের স্টক হয় এগুলি। ছবি- ফ্রিপিক
এমনই একটি এনার্জি সেক্টরের স্টক হল সুজলন এনার্জি। এই স্টকে বিগত ৫ বছরে পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
গত সপ্তাহের শুক্রবারেই এই স্টক বাজারে আপার সার্কিটে ছিল। এক লাফে বেড়েছিল ৩ শতাংশের কাছাকাছি। ছবি- ফ্রিপিক
সুজলন এনার্জির স্টকে এক মাসের মধ্যে ৩৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা যা এনার্জি সেক্টরের স্টকগুলির মধ্যে সবথেকে বেশি। ছবি- ফ্রিপিক
আর ৬ মাসের হিসেব দেখলে এই একটি স্টক থেকেই বিনিয়োগকারীদের পকেটে এসেছে ৪৬ শতাংশ স্টক। ছবি- ফ্রিপিক
আর বিগত ১ বছরের রিটার্ন বলছে সুজলন এনার্জির স্টকের দাম ২৮৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ ১ লাখ টাকা রাখলে এক বছরেই তা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। ছবি- ফ্রিপিক
আর পাঁচ বছরে তো এই একটি স্টকের দাম ১৭ গুণ বেড়ে গিয়েছে। ১৭০০ শতাংশ রিটার্ন এসেছে সুজলন স্টকে। ছবি- ফ্রিপিক
পাঁচ বছরে আপনার ১ লাখ বিনিয়োগ এই স্টকে আজকের দিনে রিটার্ন দিত ১৮ লাখ টাকা। এত কম সময়ে বিপুল মুনাফা পেতেন আপনি। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -