India Schedule at Olympics: নামছেন নীরজ, বিনেশরা, হকি সেমিফাইনালে পরীক্ষা হরমনপ্রীতদের, মঙ্গলবার ভারতের কার ম্যাচ কখন?
মঙ্গলবার টেবিল টেনিস দিয়ে শুরু হচ্ছে অলিম্পিক্সে ভারতের অভিযান। পুরুষদের টিম ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে নামছেন ভারতের শরথ কমল, হরমিৎ দেশাই ও মানব বিকাশ ঠক্কর। ম্যাচ শুরু দুপুর ১.৩০।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্য়াভলিন থ্রোয়ে পুরুষদের যোগ্যতা অর্জনকারী পর্বে গ্রুপ এ-তে নামবেন ভারতের কিশোর কুমার জেনা। দুপুর ১.৫০-এ হবে তাঁর ইভেন্ট।
কুস্তিতে মহিলাদের ৬৮ কেজি ফ্রি স্টাইলের কোয়ার্টার ফাইনালেহেরে গিয়েছেন নিশা দাহিয়া। তাঁর চোটও লেগেছে। তবে তিনি যাঁর কাছে হেরেছেন, তিনি ফাইনালে উঠলে রেপেশাঁ রাউন্ড খেলে ব্রোঞ্জ জেতার সুযোগ পাবেন নিশা। সেক্ষেত্রে তাঁর ম্যাচ দুপুর ২.৩০ থেকে।
মহিলাদের অ্যাথলেটিক্সে ভারতের কিরণ পাহাল ৪০০ মিটার দৌড়ের রেপেশাঁ রাউন্ডে নামবেন। ইভেন্ট শুরু দুপুর ২.৫০।
মহিলাদের কুস্তির ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন বিনেশ ফোগত। ভারতীয় সময় দুপুর ৩টেয় সেই ম্যাচ।
বিনেশ কোয়ার্টার ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে বিকেল ৪.২০-তে। সেমিফাইনালে উঠলে বিনেশের খেলা পড়বে রাত ১০.২৫ মিনিটে।
জ্য়াভলিন থ্রোয়ে পুরুষদের যোগ্যতা অর্জনকারী পর্বে গ্রুপ বি-তে নামবেন ভারতের নীরজ তোপড়া। দুপুর ৩.২০-তে হবে তাঁর ইভেন্ট।
সেলিংয়ে মহিলাদের ডিঙ্গি আইএলসিএ সিক্স পদক ম্যাচে (যোগ্যতা পেলে তবেই) ভারতের নেত্রা কুমানন নামতে পারেন সন্ধ্যা ৬.১৩ মিনিটে।
সেলিংয়ে পুরুষদের ডিঙ্গি আইএলসিএ সেভেন পদক ম্যাচে (যোগ্যতা পেলে তবেই) ভারতের বিষ্ণু সর্বানন নামতে পারেন সন্ধ্যা ৭.১৩ মিনিটে।
পুরুষ হকির সেমিফাইনালে ভারত বনাম জার্মানি বড় ম্যাচ শুরু হবে রাত ১০.৩০ মিনিটে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -