Mutual Fund: বছরে ২৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ডগুলি, বিনিয়োগ ছিল আপনার ?
বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড রয়েছে বাজারে, একেকটির একেক রকম উদ্দেশ্য এবং তাঁর পোর্টফোলিওতেও একেক রকম স্টক থাকে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদের মধ্যে এখন বিনিয়োগকারীদের নিরিখে জনপ্রিয়তা বেড়েছে ফ্লেক্সিক্যাপ ও মাল্টিক্যাপ সংস্থাগুলির ক্ষেত্রে। ছবি- ফ্রিপিক
ফ্লেক্সিক্যাপের ক্ষেত্রে মোট সম্পদের ৬৫ শতাংশ বিনিয়োগ হবে ইকুইটি ও ইকুইটি-সংক্রান্ত মাধ্যমে। এদের মধ্যে সেরা ৫ ফান্ডে ২৫ শতাংশের কাছাকাছি বার্ষিক রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড, জে এম ফ্লেক্সিক্যাপ ফান্ডে বার্ষিক যথাক্রমে রিটার্ন দিয়েছে ২৪ শতাংশ, ২৪.০২ শতাংশ এবং ২৭.৭২ শতাংশ। ছবি- ফ্রিপিক
অন্যদিকে পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ড, এডেলউইস ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং পিজিআইএম ফ্লেক্সিক্যাপ ফান্ডে বার্ষিক রিটার্ন এসেছে ২৫.৯৬ শতাংশ, ২২.১২ শতাংশ এবং ২২.৪৩ শতাংশ। ছবি- ফ্রিপিক
বিগত ৫ বছরে সেরা রিটার্ন দিয়েছে কিছু কিছু মাল্টিক্যাপ ফান্ডও। যেখানে মোট সম্পদের ৭৫ শতাংশই যায় ইকুইটিতে। ছবি- ফ্রিপিক
এই তালিকায় প্রথমেই আছে মহিন্দ্রা ম্যানুলাইফ মাল্টিক্যাপ ফান্ড যেখানে ৫ বছরে ২৭.৫৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
অন্য ফান্ডের মধ্যে ইনভেস্কো ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড, বরোদা বিএনপি পরিবাস মাল্টিক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ডে যথাক্রমে ২৩.৭১ শতাংশ, ২৩.৮৪ শতাংশ এবং ২৬.৬০ শতাংশ রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -