Mutual Fund: ৫ বছরেই টাকা দ্বিগুণ হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের এই নিয়ম জানেন ?
আজকাল বহু মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং বেশ কিছু ফান্ডে ভাল রিটার্নও মেলে। কম সময়ের মধ্যেই টাকা দ্বিগুণ হয়ে যায় এই ফান্ডগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে বাজারে। এদের মধ্যে লার্জ ক্যাপ, মিডক্যাপ, স্মলক্যাপ কিঙ্গা ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টিক্যাপ ফান্ডও রয়েছে।
এদের মধ্যে লার্জ ক্যাপ ফান্ড মূলত দেশের বড় বড় সংস্থার শেয়ারে বিনিয়োগ করে থাকে। এই ফান্ডগুলিতে বিগত ৫ বছরে ১৯ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডে আসলে লার্জ, মিড ও স্মল তিন ধরনের শেয়ারেই বিনিয়োগ থাকে। এই ধরনের ফান্ডে বছরে ২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে বিগত ৫ বছরে।
ফ্লেক্সি ক্যাপ ফান্ড বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে থাকে। এই ফান্ডগুলিতে ৫ বছরের নিরিখে ২১ শতাংশ রিটার্ন মেলে।
কন্ট্রা ফান্ড বলেও এক ধরনের ফান্ড দেখা যায় বাজারে, যেগুলি ঝুঁকিপূর্ণ। তবে এগুলিতে খুব বেশি রিটার্ন পাওয়া যায়। বছরে ২৭ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই ধরনের ফান্ড।
এছাড়াও রয়েছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এটি এক ধরনের হাইব্রিড ফান্ড যা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ১০ শতাংশ করে বিনিয়োগ করে।
গত ৫ বছরে এই ধরনের মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বার্ষিক ১৯.২ শতাংশ হারে রিটার্ন মিলেছে। ইকুইটি, ডেট, সোনা কিংবা রিয়েল এস্টেটে এই বিনিয়োগ বিস্তৃত থাকে।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -