Mutual Fund: প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করবেন ? ৮ দিনেই ৯ শতাংশ রিটার্ন এই ফান্ডে
মোতিলাল অসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স ফান্ড। এই ফান্ডেই মাত্র ৮ দিনে এসেছে বিপুল মুনাফা। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত ভারতের প্রতিরক্ষা খাতের সংস্থাগুলির শেয়ারেই বিনিয়োগ করে এই ফান্ড। গত সপ্তাহেই বাজারে এই ফান্ড এনেছে মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ। ছবি- ফ্রিপিক
শুরুর দিন থেকে ধরলে ৮ দিনে এই ফান্ড থেকেই ৮.৬২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আপনার বিনিয়োগ ছিল ? ছবি- ফ্রিপিক
১৩ জুন এই ফান্ডের NFO বাজারে এসেছিল, ২৪ জুন পর্যন্ত এই ফান্ডের সাবস্ক্রিপশন করার শেষ দিন ছিল। ছবি- ফ্রিপিক
এই NFO-র মাধ্যমে মোতিলাল অসওয়াল বাজার থেকে মোট ১৬৭৬ কোটি টাকা তুলতে সফল হয়েছে। প্রতিরক্ষা খাতের সমৃদ্ধিশালী শেয়ারের লাভ এনে দেবে এই ফান্ড। ছবি- ফ্রিপিক
ফান্ডের পোর্টফোলিওতে ২১.৯ শতাংশ স্টেক আছে হিন্দুস্তান এয়ারোনটিকসের, ২০.৫ শতাংশ স্টেক আছে ভারত ইলেকট্রনিক্সে, ৯.২ শতাংশ ভারত ডায়নামিক্স এবং ৯ শতাংশ স্টেক আছে কোচিন শিপইয়ার্ডে। ছবি- ফ্রিপিক
এই ফান্ডের অন্যান্য শেয়ারের মধ্যে রয়েছে মাজগাঁও ডক শিপবিল্ডার্স, প্রিমিয়ার এক্সপ্লোসিভস, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রড, গার্ডেনরিচ শিপবিল্ডার্স, ডেটা প্যাটার্ন, সোলার ইন্ডাস্ট্রিজ, সিয়েন্ট ডিএলএম ইত্যাদি। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -