Shani Astrology : ভয় পাওয়ার কারণ নেই ! শনি তো আপনার সহায়, এই চার রাশির তালিকায় আছেন কি আপনি?
এমন কয়েকটি রাশি আছে, যাঁদের উপর সদাই সদয় থাকেন শনি। জীবনে অন্যায় না করলে শনিদেব তাঁদের বড় সমস্যায় পড়তে দেন না। সর্বদাই কয়েকটি গ্রহ বড়ঠাকুরের আশীর্বাদ পেয়ে থাকেন ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাড়ে সাতির প্রভাবও কম সময়ই স্থায়ী হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিকে সবচেয়ে ধীর গতিশীল এবং পাপপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকে এবং তারপর অন্য রাশিতে চলে যায়। এ কারণে মানুষের জীবনে শনির প্রভাব দীর্ঘকাল থাকে।
শনিদেব একজন মানুষকে তার কর্মের ভিত্তিতে ফল দেন। শনিদেবকে বিচারকও বলা হয়। শনিদেব ভালো কাজ করলে ভালো ফল দেন এবং খারাপ কাজ করলে খারাপ ফল দেন।
শনিদেব যখনই রাশি পরিবর্তন করেন, তখনই তাঁর দশা পরিবর্তন হয়, তবে কিছু রাশি আছে যার উপর শনির অশুভ প্রভাব রয়েছে।
কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পান। কুম্ভ রাশিতে সাড়ে সাতি, ধৈয়া বা মহাদশার প্রভাব খুব একটা অশুভ নয়।
এই মানুষদের উপর শনিদেবের আশীর্বাদের কারণে তারা জীবনে কখনওই অর্থের অভাব চরম ভাবে অনুভব করেন না।
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেব সর্বদা তার মঙ্গল দৃষ্টি দেন। এই রাশির অধিপতিও শুক্র। এই রাশির জাতক জাতিকারা শনিদেবের খারাপ প্রভাব ভোগ করেন না ।
মকর রাশি শনিদেবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব। মকর রাশির জাতকদের শনি সাড়ে সাতিতে খুব একটা কষ্ট দেন না।
তুলা রাশির প্রতি শনিদেব দয়ালু। তুলা রাশির উপর শুভ প্রভাব রয়েছে শনির । শনির বিভিন্ন কঠিন দশা, যেমন সাড়ে সাতিও তুলা রাশির জাতকদের তেমন স্পর্শ করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -